নির্বাচনের বর্ষপূর্তি ঘিরে আন্দোলনের মধ্যে নাশকতার এক মামলায় বিএনপি নেতা বরকত উল্লাহ বুলুসহ ৩৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত।
পল্টন থানায় বিস্ফারক আইনে দায়ের করা এ মামলায় পুলিশের দেওয়া অভিযোগপত্র আমলে নিয়ে ঢাকা মহানগর ১ নম্বর বিশেষ ট্রাইবুনালের বিচারক কামরুল হোসেন মোল্লা বৃহস্পতিবার পরোয়ানা জারির এ আদেশ দেন।
এ আদালতে রাষ্ট্রপক্ষের অন্যতম আইনজীবী তাপস পাল সাংবাদিকদের জানান, এ মামলার অভিযোগপত্রে নাম থাকা ৪৭ আসামির মধ্যে ১২ জন জামিনে রয়েছেন। বাকি ৩৫ জনের বিরুদ্ধে আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে বলেছে।
যাদের বিরুদ্ধে পরোয়ানা জারির আদেশ হয়েছে, তাদের মধ্যে বিএনপি নেতা মারুফ কামাল খান সোহেল, শিমুল বিশ্বাস ও শিরিন সুলতানাও রয়েছেন।
ওই ৩৫ জনকে গ্রেপ্তার করা গেল কি না- তা জানিয়ে ৫ এপ্রিলের মধ্যে আদালতে প্রতিবেদন দিতে পল্টন থানার ওসিকে নির্দেশ দিয়েছেন বিচারক।
এ মামলার আসামিদের মধ্যে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ারসহ ১২ জন জামিনে রয়েছেন।
২০১৫ সালের জানুয়ারি মাসে বিএনপির হরতাল-অবরোধ চলাকালে পল্টন থানা এলাকায় নাশ। ঘটনায় বিস্ফোরক আইনে এ মামলা দায়ের করা হয়।
আরআর