ইসরাইলি সেনাবাহিনীর হামলায় গত বছরে ২৬ শিক্ষার্থী নিহত হয়েছেন। প্রায় ৯০ হাজার শিক্ষার্থী এবং সাড়ে পাঁচ হাজারের বেশি শিক্ষকের ওপর হামলার ঘটনা ঘটেছে। ফিলিস্তিনের শিক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে মিডল ইস্ট মনিটর এই তথ্য জানিয়েছে।
মন্ত্রণালয়ের প্রতিবেদনে জানানো হয়েছে, পশ্চিম তীরে ১৯৮ জন শিক্ষার্থী ও কর্মকর্তাদের গ্রেপ্তার করা হয়েছে।
এছাড়া এক শিক্ষক নিহত, ১ হাজার ৮১০ জন শিক্ষার্থী, ১০১ জন শিক্ষক ও প্রশাসনের কর্মকর্তা আহত হয়েছেন। ১৬২টি স্কুলে হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী। অভিযান, রাবার বুলেট এবং গ্যাস নিক্ষেপ করে হামলা চালানো হয়েছে স্কুলগুলোতে।
আরএফ