আওয়ার ইসলাম : মার্চেই আফগানিস্তানের অনুষ্ঠিত হতে যাচ্ছে ওআইসির শীর্ষ উলামা সম্মেলন। আফগান সরকার ও সে দেশের শান্তি ও স্থিতিশীলতার প্রতি সমর্থন জানাতেই এ সম্মেলনের আয়োজন করা হচ্ছে।
ইতোমধ্যে সম্মেলনের জন্য প্রস্তুতি শুরু হয়েছে বলে জানিয়েছেন ওআইসির মহাসচিব ড. ইউসেফ এ ওথাইমিন।
এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আফগানিস্তানে ওআইসির সর্বোচ্চ উলামা সম্মেলনের প্রস্তুতি চলছে। আমরা সম্মেলনে উগ্রপন্থা, প্রান্তিকতা ও জনস্বার্থ বিরোধী বিষয়গুলো সম্পর্কে সতর্ক করবো। সম্মেলনে শান্তি প্রতিষ্ঠায় ইসলামি দর্শন ফুটিয়ে তোলা হবে।
আফগান সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হেকমত খলিল কারজাই বলেছেন, তারা এ সম্মেলন সফল করতে সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছেন। এ সময় তিনি দেশের সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সমঝোতার সরকারের প্রত্যয় তুলে ধরেন।
সূত্র : সৌদি গেজেট
-এআরকে