দেশব্যাপী চলা অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট প্রত্যাহারের নীতিগত সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজকের মধ্যেই পরিবহন ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা আসবে বলেও ইঙ্গিত দেন তিনি।
বুধবার সচিবালয়ে যোগাযোগমন্ত্রীর কার্যালয়ে সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠকের পর এ সিদ্ধান্তের কথা জানান ওবায়দুল কাদের। তিনি বলেন, আমরা সরকারের পক্ষ থেকে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে ধর্মঘট প্রত্যাহারের নীতিগত সিদ্ধান্ত নিয়েছি। আজকের মধ্যেই এ বিষয়ে ফলাফল দেখা যাবে।
বৈঠকে উপস্থিতি ছিলেন, আইনমন্ত্রী আনিসুল হক, নৌ পরিবহন মন্ত্রী শাহাজাহান খান, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা এবং বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ প্রমুখ।
আইনমন্ত্রী বলেন, জনগণকে জিম্মি এমন পরিস্থিতি তৈরি করা ঠিক নয়। তাদের কোনো কিছু বলার থাকলে উচ্চ আদালতে যেতে পারতো।
বৈঠক সূত্রে জানা যায়, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ’র কার্যালয়ে শ্রমিক নেতাদের সঙ্গে বৈঠকের পর এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে। আজকের মধ্যেই পরিবহন ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা আসবে।
গত রবিবার থেকেই খুলনা বিভাগে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলে আসছিল। ২০১১ সালে মানিকগঞ্জে তারেক মাসুদ ও মিশুক মুনীরসহ পাঁচজন নিহতের ঘটনায় বাসচালক জামির হোসেনের যাবজ্জীবন সাজার প্রতিবাদে রোববার থেকে খুলনা বিভাগের দশ জেলায় এ ধর্মঘট করে আসছিল চালক ও পরিবহন শ্রমিকরা।
আরআর