মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬


দেশে জনগণের প্রতিনিধিত্বশালী কোনো সরকার নেই: ফখরুল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

fakhrulআওয়ার ইসলাম : মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে সরকার বলতে কিছু আছে বলে মনে হয় না। আছে একটা দখলদার বাহিনীর মতো, জনগণের প্রতিনিধিত্বশালী কোনো সরকার নেই। আজ দুপুরে দলের এক আলোচনা সভায় অংশগ্রহণ করে তিনি এসব কথা বলেন।

জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে বিএনপির উদ্যোগে পিলখানায় নিহত সেনা কর্মকর্তাদের স্মরণে এই আলোচনা সভা হয়। এ সময় পরিবহন ধর্মঘটের পেছনে দুই মন্ত্রী কলকাঠি নেড়েছেন বলে অভিযোগ করেন বিএনপি মহাসচিব।

তিনি বলেন, এই পরিবহন ধর্মঘটের পেছনে যিনি মদদ যোগাচ্ছেন তিনি হচ্ছেন এই সরকারের একজন প্রভাবশালী মন্ত্রী এবং তিনি শুধু নন, তার সঙ্গে একজন প্রতিমন্ত্রীও ছিলেন। তারা তাদের স্বার্থকে হাসিল করার জন্য এই ধরনের অরাজক একটা অবস্থা তৈরি করেছে, সেটাতে জনগণ দুর্ভোগের মধ্যে পড়েছে।

-এআরকে


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ