জার্মানিতে প্রতিদিনই হামলার শিকার হচ্ছেন অভিবাসীরা। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গত বছর প্রতিদিন তাদের ওপর প্রায় ১০টি হামলার ঘটনা ঘটেছে।
২০১৬ সালের এসব সহিংসতায় মোট ৫৬০ জন আহত হয়েছেন, যাদের মধ্যে ৪৩ জন শিশু। খবর বিবিসির।
রোববার জার্মানির পার্লামেন্টে প্রশ্নোত্তর পর্বে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এই হামলার তথ্য প্রকাশ করা হয়েছে।
এতে দেখা যায়, মোট হামলার ৭৫ ভাগই অভিবাসীরা যেখানে থাকেন তার বাইরে ঘটেছে, কিন্তু প্রায় এক হাজারটি ঘটনায় অভিবাসীরা যেখানে থাকেন সেখানেই আক্রান্ত হয়েছেন।
আরআর