মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :

এখনি বাড়ছে না গ্যাসের দাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

Gas rateআওয়ার ইসলাম : বাংলাদেশের সরকার দুই ধাপে গ‌্যাসের দাম বাড়ানোর যে সিদ্ধান্ত নিয়েছে, তার একটি ছয় মাসের জন‌্য স্থগিত করেছে হাই কোর্ট। ভোক্তা সংগঠন ক্যাবের এক রিট আবেদনের প্রেক্ষাপটে এই আদেশ দিয়েছে আদালত।

ক্যাবের আইনজীবী মোহাম্মদ সাইফুল আলম জানিয়েছেন, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন দুই ধাপে গ‌্যাসের দাম বাড়ানোর যে গণবিজ্ঞপ্তি দিয়েছে, তার দ্বিতীয় ধাপের কার্যকারিতা ছয় মাসের জন‌্য স্থগিত করেছে হাই কোর্ট।

সেই সঙ্গে এই গণবিজ্ঞপ্তি কেন অবৈধ ঘোষণা করা হবে না- তা জানতে চেয়ে রুল জারি করেছে আদালত। এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান ও সচিবকে চার সপ্তাহের মধ্যে এই রুলের জবাব দিতে বলা হয়েছে।

গত ২৩শে ফেব্রুয়ারি বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি গ্যাসের দাম বাড়িয়ে গণবিজ্ঞপ্তি দেয়।

এতে বলা হয়, আবাসিক গ্রাহকদের আগামী ১লা মার্চ থেকে এক চুলার জন্য মাসে ৭৫০ টাকা এবং দুই চুলার জন্য ৮০০ টাকা দিতে হবে। দ্বিতীয় ধাপে ১লা জুন থেকে এক চুলার জন্য মাসিক বিল ৯০০ টাকা এবং দুই চুলার জন্য ৯৫০ টাকা হবে।

পাশাপাশি যানবাহনে জ্বালানি হিসেবে ব্যবহৃত সিএনজির দাম ১লা মার্চ থেকে প্রতি ঘনমিটারে ৩৮ টাকা এবং ১ জুন থেকে ৪০ টাকা হবে।

গ‌্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে আজ বাম দলগুলো ঢাকায় আধাবেলা হরতাল পালন করেছে।

সূত্র : বিবিসি বাংলা

-এআরকে


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ