রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬


সুনামগঞ্জে কওমি-আলিয়া সংঘর্ষ, আহত অর্ধশত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

5646আওয়ার ইসলাম : সুনামগঞ্জের ছাতকে মাহফিল কেন্দ্র করে আলিয়া ও কওমি মাদরাসার শিক্ষক-ছাত্র ও সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে অর্ধশত লোক আহত হওয়ার খবর পাওয়া গেছে।

আজ সোমবার দুপুর ১টার দিকে ছাতক হাইস্কুল মাঠে এ সংঘর্ষের ঘটনা ঘটে। বিকেল সাড়ে ৪টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত সংঘর্ষ চলছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ারশেল, রাবার বুলেট নিক্ষেপ করেছে।

সুনামগঞ্জের পুলিশ সুপার হারুন অর রশিদ জানান, শহরের বাসস্টেশন সংলগ্ন আবুল মহসিন বট মিয়া মাঠে দুপুর ২টা থেকে প্রায় দুই ঘণ্টা এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।

পুলিশ সুপার জানান, খাদিমুল ইসলাম পরিষদের ব্যানারে গত ২৬ ফেব্রুয়ারি থেকে তিনদিনের ওয়াজ মাহফিলের আয়োজন করে স্থানীয় বিভিন্ন কওমি মাদ্রাসার ছাত্ররা। তবে স্থানীয় জালালিয়া আলীম মাদ্রসার ছাত্ররা এ ওয়াজ মাহফিলের বিরোধিতা করে আসছিল।

‘এ বিরোধের জেরে সকালে জালালিয়া মাদ্রাসার ছাত্ররা ওয়াজ মাহফিলে ঢিল ছুঁড়ে মারলে দুপক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে উভয় পক্ষের অন্তত ৫০ জন আহত হয়।’

ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান তিনি।

সূত্র : বিডি নিউজ

-এআরকে

rokon_book2


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ