বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন শেখ হাসিনার অধীনে নয়, এই নির্বাচন কমিশনের অধীনেই হবে। নির্বাচনকালীন সময়ে এই সরকার শুধু রুটিন ওয়ার্ক পালন করবে মাত্র।
শনিবার বিকেলে ঢাকার দোহারে আওয়ামী লীগের জনসভা ও গণসংবর্ধণা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে দলীয় সভানেত্রী শেখ হাসিনার বেসরকারি উন্নয়ন খাত বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানকে সংবর্ধণা দেয়া হয়।
নির্বাচনকে সামনে রেখে ওবায়দুল কাদের বলেন, এখন নেতাদের খুশি করার প্রয়োজন নেই, খুশি করতে হবে এলাকার জনগনকে। যারা দলীয় শৃঙ্খলা মানবে না তাদের দল থেকে বহিস্কার করা হবে। কাজেই নিজেকে সংশোধন করুন, কমিটি করতে গিয়ে পকেট কমিটি করবেন না। দুঃসময়ে দলের পাশে থাকা নেতা-কর্মীদের মূল্যায়ন করতে হবে।
তিনি আরও বলেন, বিএনপি এখন ‘বাংলাদেশ নালিশ পার্টি’ হয়ে গেছে। ঘরে বসে পকেট কমিটি করে সেই কমিটির সদস্যরা এখন মিডিয়ার ক্যামেরার সামনে শুধু নালিশে মত্ত থাকে। সবকিছুতেই তারা মানি না, মানব না। এটা তাদের চরিত্র হয়ে গেছে। তাদের মতামতে গঠিত নির্বাচন কমিশনও তারা মানেন না।
আরআর