সিরিয়ায় আইএসের বিরুদেধ মার্কিন নেতৃত্বাধীন বাহিনীর বিমান হামলায় এ পর্যন্ত প্রায় ৯০০ বেসামরিক ব্যক্তি নিহত হয়েছে। প্রায় আড়াই বছর আগে ওই বিমান হামলা শুরু হয়। খবর পার্সটুডে
ব্রিটেনভিত্তিক কথিত মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, মার্কিন নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় ৩৩৯ নারী ও শিশুসহ ৮৭৬ জন বেসামরিক ব্যক্তি নিহত হয়েছে। সিরিয়ার রাক্কা, হাসাকাহ, আলেপ্পো, ইদলিব ও দেইর আয-যোর প্রদেশে এসব হামলা চালানো হয়েছে।
দজলা নদীর তীরে অবস্থিত রাক্কা শহরটি ২০১৩ সালের মার্চ মাসে দখল করে নেয় আইএস।
মার্কিন নেতৃত্বাধীন এই কথিত জোট গত প্রায় আড়াই বছর ধরে হামলা চালিয়ে আইএসকে নির্মূল বা দুর্বল করতে পারেনি। উল্টো তাদের হামলায় যে ব্যাপক হারে নিরীহ বেসামরিক নাগরিক নিহত হয়েছে সে খবরই প্রকাশ পেল।
আরআর