মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬


নেতানিয়াহুকে আকাশসীমা ব্যবহারে অনুমতি দেয় নি ইন্দোনেশিয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

israli pm

আওয়ার ইসলাম : ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ইন্দোনেশিয়ার আকাশসীমা ব্যবহার করতে দেয় নি জার্কাতা সরকার। নেতানিয়াহু সিঙ্গাপুর থেকে অস্ট্রেলিয়ায় যাচ্ছিলেন কিন্তু ইন্দোনেশিয়ার সরকার নেতানিয়াহুকে বহনকারী বিমানের জন্য কোনোভাবেই দেশটির আকাশসীমা ব্যবহারের অনুমতি দেয় নি।

ইন্দোনেশিয়া সরকারের এ অনড় অবস্থানের কারণে নেতানিয়াহুকে বহনকারী বিমান আরো প্রায় তিন ঘণ্টার বাড়তি পথ পেরিয়ে অস্ট্রেলিয়ায় পৌঁছায়। সিঙ্গাপুর থেকে সরাসরি অস্ট্রেলিয়ায় যেতে আট ঘণ্টা মতো সময় লাগে। কিন্তু ইন্দোনেশিয়া তার আকাশসীমা ব্যবহার করতে না দেয়ায় নেতানিয়াহুকে আরো প্রায় তিন ঘণ্টা সময় আকাশে থাকতে হয়। ইতিহাসে এই প্রথম ইসরাইলের কোনো প্রধানমন্ত্রী অস্ট্রেলিয়া সফরে গেলেন।

দেশ ইন্দোনেশিয়া ফিলিস্তিনি ইস্যুকে মুসলিম বিশ্বের জন্য অত্যন্ত স্পর্শকাতর ইস্যু হিসেবেই দেখে এবং ফিলিস্তিনি জনগণের ন্যায্য সংগ্রামের প্রতি সমর্থন দেয়।

-এআরকে


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ