মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
মাদারীপুরে ‘প্রথম আলো’ ও ‘ডেইলি স্টার’ পোড়ালেন ছাত্র-জনতা ইউপি সদস্যকে হত্যা করতে এসে আগ্নেয়াস্ত্রসহ আটক ৩ চিন্ময়কে মুক্তি না দিলে বাংলাদেশ সীমান্ত অবরোধের হুমকি বিজেপির পিটিআইয়ের সমাবেশ ঠেকাতে পাকিস্তানে নামানো হলো সেনাবাহিনী ‘জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ’ ঘোষণা করল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সৌদির সেবা কোম্পানির সঙ্গে হজ এজেন্সির চুক্তির নির্দেশনা মহেশখালী থানার বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ১১ জন আসামি গ্রেফতার বৃষ্টির সময় কাবা প্রাঙ্গণে নামাজ আদায় ওমরা পালনকারীদের নিউ বসুন্ধরা রিয়েল এস্টেট গ্রাহকদের মূলধন ফেরত পাওয়ার দাবিতে সংবাদ সম্মেলন মাওলানা আতহার আলীকে বাদ দিয়ে জাতীয় ইতিহাস রচিত হতে পারে না: ধর্ম উপদেষ্টা

ভাষা সৈনিক মুহিউদ্দীন খানকে মরনোত্তর একুশে পদক দিতে হবে: ছাত্র জমিয়ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

Jomiyotআওয়ার ইসলাম : আজ ২১ ফেব্রুয়ারি সোমবার সকাল ৯ টায় রাজধানীর বারিধারায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত ছাত্র জমিয়ত বারিধারাস্থ ঢাকা, নায়ায়ণগঞ্জ, নরসিংদী ও মুন্সীগঞ্জ জেলার উদ্যোগে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন মুফতি মুনীর হোসাইন কাসেমী। প্রধান অতিথির বক্তব্য রাখেন আল্লামা উবায়দুল্লাহ ফারুক।

স্বাগত বক্তব্য রাখেন ছাত্র জমিয়ত কেন্দ্রীয় সভাপতি মুফতি নাছির উদ্দীন খান এবং আলোচনা করেন, আল্লামা জুনায়েদ আল হাবীব, আল্লামা নাজমুল হাসান, আল্লামা মুঞ্জুরুল ইসলাম আফেন্দী, মুফতি মুতীউর রহমান গাজীপুরীসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

বারিধারা ছাত্রনেতা সাঈদুল আলম, আব্দুল্লাহ মাহমুদ, আফজাল হোসাইন, মারজানুল বারী ও নূর হোসাইন সবুজের পরিচালনায় অনুষ্ঠিত এতে বক্তারা বলেন, ভাষার মাসে আমরা ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে মহান আল্লাহর কাছে তাদের মাগফেরাতের জন্য দোয়া কামনা করছি। সাথে সাথে সরকারের কাছে আবেদন করছি, ভাষা সৈনিকদেরকে যেভাবে ২১ শে পদক প্রদান করা হয়। সেখানে বৈষম্য না রেখে সকল ভাষা সৈনিকদেরকে যথাযথ মূল্যায়ণ করা হোক।

ভাষা সৈনিক মরহুম মুহিউদ্দীন খান রহ. বাংলা ভাষায় কুরআনের বঙ্গানুবাদ ও তাফসির করেছেন। তার লিখিত তাফসির সৌদি আরব থেকে রাষ্ট্রীয়ভাবে হাজীদেরকে সরবরাহ করা হতো। তিনি রাসূলের সীরাত রচনা করেছেন বাংলা ভাষায়। তিনি প্রায় দুইশত বই রচনা করেছেন। সম্পাদনা করেছেন মাসিক মদীনা। অথচ তাকে ২১ শে পদক দিয়ে সম্মানিত করা হয়নি। এটা তার অবিচার ও বৈষম্যমূলক আচরণ। সুতরাং তাকে মরনোত্তর ২১ পদক দিয়ে সম্মানিত করা হোক। আমরা সরকারকে এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করছি। উক্ত আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, মাওলানা জয়নুল আবেদীন, মাওলানা ফেরদাউসুর রহমান, মাওলানা শরীফুল ইসলাম, মাওলানা ইসহাক কামাল, মাওলানা তোফায়েল গাজালী, মাওলানা আল আমিন কাসেমী, মাওলানা ওমর ফারুক, হাফেজ বুরহানুদ্দীন, শাহজালাল কাসেমী, নিজাম উদ্দীন আল আদনানসহ বারিধারার দায়িত্বশীলবৃন্দ।

-এআরকে


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ