আওয়ার ইসলাম : আজ ২১ ফেব্রুয়ারি সোমবার সকাল ৯ টায় রাজধানীর বারিধারায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত ছাত্র জমিয়ত বারিধারাস্থ ঢাকা, নায়ায়ণগঞ্জ, নরসিংদী ও মুন্সীগঞ্জ জেলার উদ্যোগে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন মুফতি মুনীর হোসাইন কাসেমী। প্রধান অতিথির বক্তব্য রাখেন আল্লামা উবায়দুল্লাহ ফারুক।
স্বাগত বক্তব্য রাখেন ছাত্র জমিয়ত কেন্দ্রীয় সভাপতি মুফতি নাছির উদ্দীন খান এবং আলোচনা করেন, আল্লামা জুনায়েদ আল হাবীব, আল্লামা নাজমুল হাসান, আল্লামা মুঞ্জুরুল ইসলাম আফেন্দী, মুফতি মুতীউর রহমান গাজীপুরীসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
বারিধারা ছাত্রনেতা সাঈদুল আলম, আব্দুল্লাহ মাহমুদ, আফজাল হোসাইন, মারজানুল বারী ও নূর হোসাইন সবুজের পরিচালনায় অনুষ্ঠিত এতে বক্তারা বলেন, ভাষার মাসে আমরা ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে মহান আল্লাহর কাছে তাদের মাগফেরাতের জন্য দোয়া কামনা করছি। সাথে সাথে সরকারের কাছে আবেদন করছি, ভাষা সৈনিকদেরকে যেভাবে ২১ শে পদক প্রদান করা হয়। সেখানে বৈষম্য না রেখে সকল ভাষা সৈনিকদেরকে যথাযথ মূল্যায়ণ করা হোক।
ভাষা সৈনিক মরহুম মুহিউদ্দীন খান রহ. বাংলা ভাষায় কুরআনের বঙ্গানুবাদ ও তাফসির করেছেন। তার লিখিত তাফসির সৌদি আরব থেকে রাষ্ট্রীয়ভাবে হাজীদেরকে সরবরাহ করা হতো। তিনি রাসূলের সীরাত রচনা করেছেন বাংলা ভাষায়। তিনি প্রায় দুইশত বই রচনা করেছেন। সম্পাদনা করেছেন মাসিক মদীনা। অথচ তাকে ২১ শে পদক দিয়ে সম্মানিত করা হয়নি। এটা তার অবিচার ও বৈষম্যমূলক আচরণ। সুতরাং তাকে মরনোত্তর ২১ পদক দিয়ে সম্মানিত করা হোক। আমরা সরকারকে এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করছি। উক্ত আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, মাওলানা জয়নুল আবেদীন, মাওলানা ফেরদাউসুর রহমান, মাওলানা শরীফুল ইসলাম, মাওলানা ইসহাক কামাল, মাওলানা তোফায়েল গাজালী, মাওলানা আল আমিন কাসেমী, মাওলানা ওমর ফারুক, হাফেজ বুরহানুদ্দীন, শাহজালাল কাসেমী, নিজাম উদ্দীন আল আদনানসহ বারিধারার দায়িত্বশীলবৃন্দ।
-এআরকে