আওয়ার ইসলাম : ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ইডি ডা. জাকির নায়েকের সঙ্গে মাফিয়া গড ফাদার দাউদ ইবরাহিমের অর্থিক লেনদেনের অভিযোগ এনেছে। গোয়েন্দা তথ্যে জানা গেছে, জাকির নায়কের সংস্থা ইসলামিক রিচার্য ফাউন্ডেশন বিপুল পরিমাণ অর্থ তুলে দিয়েছে দাউদের কোম্পানির হাতে।
গোয়েন্দা সংস্থার দাবি ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে অর্থ সংগ্রহ করে তার বড় একটি অংশ দাউদ ইবরাহিমের হাতে তুলে দিতো জাকির নায়েকের সংস্থা। সংস্থার একজন শীর্ষ কর্মকর্তার গ্রেফতার হওয়ার পর গোয়েন্দারা এসব তথ্য পেয়েছে বলে দাবি করা হয়।
ইডি আরও দাবি করেছে, পাকিস্তানের করাচিতেই অর্থ পাচারের মূল কাজটি হতো। গজডর নামে পাকিস্তানের একজন মার্বেল ব্যবসায়ী অর্থ আদান-প্রদানে মাধ্যম হিসেবে কাজ করতেন। এছাড়া আফ্রিকার ছোট ছোট অনেক দেশেও জাকির নায়কের সংস্থা অর্থ পাচারের কাজ করেছে।
সূত্র : কলকাতা টুয়েন্টিফোর ডটকম
-এআরকে