মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
সৌদির সেবা কোম্পানির সঙ্গে হজ এজেন্সির চুক্তির নির্দেশনা মহেশখালী থানার বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ১১ জন আসামি গ্রেফতার বৃষ্টির সময় কাবা প্রাঙ্গণে নামাজ আদায় ওমরা পালনকারীদের নিউ বসুন্ধরা রিয়েল এস্টেট গ্রাহকদের মূলধন ফেরত পাওয়ার দাবিতে সংবাদ সম্মেলন মাওলানা আতহার আলীকে বাদ দিয়ে জাতীয় ইতিহাস রচিত হতে পারে না: ধর্ম উপদেষ্টা জরুরি সভা ডাকল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কক্সবাজারে উৎসবমুখর পরিবেশে রোপা আমন ধান কাটা শুরু চাঁদপুর হিফজুল কুরআন প্রতিযোগিতায় জামিয়া ইসলামিয়া দারুস সুন্নাহর সাফল্য বগুড়ায় আন্দোলনে নিহত রিপনের মরদেহ কবর থেকে উত্তোলন কুমিল্লায় আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত

নতুন ইসির অধীনে প্রথম পৌর নির্বাচনে ভোট চলছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

vooteরাঙ্গামাটি জেলার সীমান্তবর্তী উপজেলা বাঘাইছড়ির পৌরসভা নির্বাচনে শান্তিপূর্ণ ভোটগ্রহণ চলছে।

সকাল ৮টা থেকে  ভোটগ্রহণ শুরু হয়, একটানা চলবে বিকাল ৪টা পর্যন্ত। শেষ খবর পাওয়া পর্যন্ত কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।ভোটাররা সারি সারি লাইন ধরে ভোট দিচ্ছেন। সকালে কয়েকটি কেন্দ্র ঘুরে  এমন তথ্যই পাওয়া যায়।

ভোটারদের সঙ্গে কথা বলে জানা যায়, তাদের ওপর কোনো চাপ নেই তারা নির্বিঘ্নে ভোট দিচ্ছেন।

এ পৌর নির্বাচনে মেয়র পদে ৩জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন- আওয়ামী লীগের মনোনীত প্রার্থী জাফর আলী খান, বিএনপির মনোনীত প্রার্থী ওমর আলী এবং স্বতন্ত্র প্রার্থী আজিজুর রহমান আজিজ প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এছাড়া সাধারণ কাউন্সিলার পদে ২৫জন এবং সংরক্ষিত নারী পদে ৬জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এ পৌর সভায় মোট ভোটার রয়েছেন ১০ হাজার ১শ ৭৭ জন।  মোট ৯টি  কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচনে  মোট ভোট কেন্দ্র ৯টি, বুথ ৩৩টি, রিটানিং অফিসার একজন , জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট একজন, নির্বাহী ম্যাজিস্ট্রেট দুইজন, প্রিজাডিং অফিসার নয়জনসহ বিপুল সংখ্যক পুলিশ, আনসার, বিজিবি ও র‌্যাব সদস্য দায়িত্ব পালন করছেন।

আইন শৃঙ্খলাবাহিনী সব কয়টি কেন্দ্রকে ঝুঁকিপুর্ণ হিসেবে চিহ্নিত করেছে।  নব গঠিত নির্বাচন কমিশনের এটি প্রথম নির্বাচন।

আরআর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ