রাজধানীর মোহাম্মদপুরের বাঁশবাড়ি বস্তিতে আগুন লেগে শতাধিক ঘর পুড়ে গেছে।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা পলাশ চন্দ্র মোদক জানান, বুধবার রাত সাড়ে ৩টার দিকে চাঁন মিয়া হাউজিংয়ের পাশের ওই বস্তিতে আগুন লাগে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ জানাতে পারেননি পলাশ। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
স্থানীয়রা বলছেন, আগুনে বস্তির মাঝামাঝি অংশের শতাধিক ঘর পুড়ে গেছে। ক্ষয়ক্ষতির আর্থিক পরিমাণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেননি ফায়ার সার্ভিস কর্মীরা।
এদিকে বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে ফার্মগেইটের হোটেল নিউ স্টারেও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে পলাশ চন্দ্র মোদক জানান।<
তিনি বলেন, “হোটেলের সিঁড়িতে থাকা ময়লায় আগুন লাগে। দ্রুত তা নিভিয়ে ফেলা হয়।”
আরআর