মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫ ।। ৯ বৈশাখ ১৪৩২ ।। ২৪ শাওয়াল ১৪৪৬


দায়িত্বকে চ্যালেঞ্জ হিসেবে দেখছেন সিইসি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

Nurul Hudaআওয়ার ইসলাম : দায়িত্বকে চ্যালেঞ্জ হিসেবেই দেখছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা।
গতকাল জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোরে পর তিনি বলেন, 'বিস্তারিত কিছু বলার সময়ও আসেনি। তবে এতটুকুই বলবো, আমরা আন্তরিক। দায়িত্বকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি। যাতে আমরা সার্থক হতে পারি।'
তিনি বলেন, শহীদদের শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে আমরা পাঁচ বছরের যাত্রা শুরু করলাম। যারা দেশের জন্য শহীদ হয়েছেন-তাদের আত্মত্যাগের অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়ে আমরা দায়িত্ব পালনের চেষ্টা করব।
নতুন নির্বাচন কমিশন নিয়ে বিএনপির সমালোচনার বিষয়ে তিনি বলেন, বিএনপি কেন এবং কিভাবে এসব মন্তব্য করেন সেটা তাদের ব্যাপার। এ ব্যাপারে কোনো প্রতিক্রিয়া বা মন্তব্য কোনোটাই করার নেই আমাদের।
প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদার নেতৃত্বে অপর চার কমিশনার মাহবুব তালুকদার, মো. রফিকুল ইসলাম, বেগম কবিতা খানম ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদৎ হোসেন শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পন করেন। পরে স্মৃতিসৌধের পরিদর্শন বইতেও স্বাক্ষর করেন তারা।
 -এআরকে


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ