
একনেক সভা পরবর্তী সংবাদ সম্মেলনে পরিকল্পনামন্ত্রী এ কথা জানান।
২০১৫ সালের ২৫ মে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৬তম জন্ম বার্ষিকী উপলক্ষে কুমিল্লা টাউন হলে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কুমিল্লা জেলাকে বিভাগ করার ঘোষণা দেন। ওই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, 'কুমিল্লা জেলাকে বিভাগ করা হবে, তবে সেই বিভাগের নাম কুমিল্লা না অন্য কিছু হবে তা এখন বলা যাচ্ছে না।'
মঙ্গলবার একনেক সভায় প্রধানমন্ত্রী বিভাগটির নাম 'ময়নামতি' হিসেবে অনুমোদন করেন।
পরিকল্পনামন্ত্রী বলেন, 'এখন থেকে দেশে নতুন কোনো বিভাগ করা হলে তা আর সংশ্লিস্ট জেলার নামে করা হবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। কোনো জেলাকে বিভাগে রূপান্তর করা হলে ওই এলাকার ঐতিহ্য, সংস্কৃতি বা সার্বিকভাবে সামঞ্জস্যপূর্ণ ও সুন্দর হয় এমন নামকরণ করা হবে।'
-এআরকে