স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীকে একুশ শতকের উপযোগী করে গড়ে তোলা তাদের দক্ষতা ও উদ্ভাবনী শক্তি বৃদ্ধিতে বিশ্বের সবচেয়ে বড় সমাজকেন্দ্রের মনোবৃত্তি নিয়ে ২০১৬ সালে শুরু হওয়া গ্লোবাল এডুকেটরস ইনিশিয়েটিভ ফর সাসটেইনএবল ট্রান্সফরমেশন (জিস্ট) যাত্রা শুরু হল বাংলাদেশে। রবিবার দি আমেরিকা সেন্টার অডিটরিয়ামে মার্কিন দূতাবাসের সংস্কৃতি বিষয়ক কর্মকর্তা কেলি আর রাইয়ানের উদ্বোধন করেন।
প্রাথমিকভাবে এর কার্যক্রমে তেরটি ক্ষেত্রকে চিহ্নিত করা হয়েছে। বাংলাদেশ ছাড়াও ভারত, নেপাল, ইউক্রেন, রাশিয়া, ভিয়েতনাম, উজবেকিস্থান, ভেনিজুয়েলা, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, তুর্কি, কম্বোডিয়ায় জিস্টের কার্যক্রম রয়েছে। অনুষ্ঠানে পর্যটন কর্পোরেশন চেয়ারম্যান অপরূপ চৌধুরী উপস্থিত ছিলেন। জিস্টের বাংলাদেশ চাপ্টারের সভাপতি বিপ্লব কুমার দেব সংস্থার বিস্তারিত তোলে ধরেন। ঢাকা , চট্টগ্রাম, খুলনা, সিলেট, কুমিল্লা, ময়মনসিংহের ছাত্র-শিক্ষক প্রতিনিধি উপস্থিত ছিলেন।
এআর