মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
সৌদির সেবা কোম্পানির সঙ্গে হজ এজেন্সির চুক্তির নির্দেশনা মহেশখালী থানার বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ১১ জন আসামি গ্রেফতার বৃষ্টির সময় কাবা প্রাঙ্গণে নামাজ আদায় ওমরা পালনকারীদের নিউ বসুন্ধরা রিয়েল এস্টেট গ্রাহকদের মূলধন ফেরত পাওয়ার দাবিতে সংবাদ সম্মেলন মাওলানা আতহার আলীকে বাদ দিয়ে জাতীয় ইতিহাস রচিত হতে পারে না: ধর্ম উপদেষ্টা জরুরি সভা ডাকল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কক্সবাজারে উৎসবমুখর পরিবেশে রোপা আমন ধান কাটা শুরু চাঁদপুর হিফজুল কুরআন প্রতিযোগিতায় জামিয়া ইসলামিয়া দারুস সুন্নাহর সাফল্য বগুড়ায় আন্দোলনে নিহত রিপনের মরদেহ কবর থেকে উত্তোলন কুমিল্লায় আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত

সার্চ কমিটি এবারও ব্যর্থ: ড. আকবর আলি খান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

journalism_cors4-768x409আওয়ার ইসলাম : অতীতের মতো এবারও সার্চ কমিটি নির্বাচন কমিশনার সুপারিশের ক্ষেত্রে সফল হয়নি বলে মন্তব্য করেছেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ড. আকবর আলি খান।

তিনি বলেছেন, ‘অনুসন্ধান করলে দেখা যাবে, উনি (প্রধান নির্বাচন কমিশনার) আদৌ সচিব ছিলেন না। কোর্টের জাজমেন্ট অনুসারে তাঁকে সচিব পদে পদোন্নতি দেওয়া হয়েছিল, কিন্তু সচিবের দায়িত্ব তিনি পালন করেননি।’

আজ শনিবার এফডিসিতে অনুষ্ঠিত জাতীয় বিতর্ক প্রতিযোগিতা ইউসিবি পাবলিক পার্লামেন্টের উদ্বোধন অনুষ্ঠানে ড. আকবর আলি খান এসব কথা বলেন।

ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের চেয়ারম্যান এম এ সবুর।

ড. আকবর আলি খান বলেন, নির্বাচন কমিশন গঠনের সার্চ কমিটিকে ১০ দিনের সময় দেওয়া হয়েছে। তাঁরা বিভিন্ন দলের কাছ থেকে প্রার্থীর নাম নিয়ে, সেখান থেকে তাঁদের পছন্দমতো নাম বাছাই করেছেন। কিন্তু এত সহজে নাম বাছাই করা যায় না। মাত্র ১০ দিনে লোকের তালিকা দেখে এটা করা সম্ভব নয়। সার্চ কমিটিকে আরো কিছু দিন সময় দেওয়া দরকার ছিল বলে মনে করেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের এই উপদেষ্টা।

তিনি আরও বলেন,  যাদের অতীতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সম্পৃক্তার ইতিহাস রয়েছে এবং প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতা নেই সে সব লোককে নির্বাচন কমিশনার বাছাই না করাই শ্রেয়। তাই নির্বাচনকালীন সরকার কি হবে, তা নিয়ে এখন ভাবা উচিত।

তত্ত্বাবধায়ক সরকার প্রসঙ্গে বলেন, তত্ত্বাবধায়ক সরকার লাগবে কি না, সে সিদ্ধান্ত রাজনৈতিক দলগুলো কেন নেবে? এ সিদ্ধান্ত জনগণের হাতে ছেড়ে দেন। গণভোট করেন। গণভোটে যদি জনগণ চায়, তবে তত্ত্বাবধায়ক সরকার হবে। না চাইলে দরকার নেই।

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের এই উপদেষ্টা বলেন, রাজনৈতিক দলসমূহের মধ্যে বিরাজমান অসহিষ্ণুতা ও অশালীন বাকযুদ্ধ গণতন্ত্রের সুষ্ঠু বিকাশের জন্য সহায়ক নয়। তিনি উল্লেখ করেন, সুপ্রিম কোর্টের রায়ে আরো দুই মেয়াদের জন্য তত্ত্ববধায়ক সরকার রাখা যেতে পারে মর্মে যে অভিমত দেওয়া হয়েছিল, সেই বিষয়টিও বিবেচনা করা যেতে পারে।

-এআরকে

 


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ