[caption id="attachment_25344" align="alignleft" width="425"] সুবর্ণ সুযোগ; কাজে লাগান[/caption]
আওয়ার ইসলাম: গত বৃহস্পতিবার অমর একুশে গ্রন্থমেলা থেকে ১১ মাদরাসা শিক্ষার্থী ও লেখককে গ্রেফতার করেছে পুলিশ। তাদের গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় গ্রেফতার করা হয়েছে বলে জানায় পুলিশ।
দৈনিক সমকালের একটি প্রতিবেদন থেকে জানা গেছে, বৃহস্পতিবার আটকের পর তাদের রাজধানীর মিন্টো রোডে সিটিটিসি কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। পুলিশ বলছে, অপরাধমূলক কর্মকাণ্ডে তাদের কোনো সম্পৃক্ততা আছে কি-না খতিয়ে দেখা হচ্ছে।
পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের উপ-কমিশনার মহিবুল ইসলাম খান বলেন, আটকদের মধ্যে দু-তিনজন বেসরকারি বিশ্ববিদ্যালয় ও বাকিরা মাদ্রাসার ছাত্র। মেলায় গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় শাহবাগ থানা পুলিশ তাদের আটক করে। পরে তাদের সিটিটিসির কাছে হস্তান্তর করা হয়। যাচাই-বাছাই শেষে তাদের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।
আকটকৃতদের মধ্যে মুফতী ফজলুল হক আমিনী রহ. এর নাতি আশরাফ মাহদীও রয়েছেন। অন্যদের মধ্যে রয়েছে, জুবায়ের মহিউদ্দীন, সুলতান আবদুর রহমান, আবদুল্লাহ জুলকারনাইন, মাহমুদ হুদা, ইফতেখার জামিল, যাইফ মাসরুর ও আবু বকর সিদ্দিক জাবের।
আরআর