আওয়ার ইসলাম: ফরিদপুর জেলার গজারিয়ায় কাভার্ডভ্যানের সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষে অন্তত ১৩ জন নিহত ও ১৫ জন আহত হয়েছেন।
দুই যানবাহনের সংঘর্ষের পর সিলিন্ডার বিস্ফোরণে বাসে আগুন লেগে যায় এবং এর ফলেই মূলত হতাহতের এ ঘটনা ঘটে।
শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুর অংশে নগরকান্দা গজারিয়ায় এ ঘটনা ঘটে। হতাহতদের সবাই বাসের যাত্রী।
ফরিদপুরের ভাঙ্গা ফায়ার সার্ভিসের কর্মকর্তা রেজাউল হক রাত সোয়া ১২টার দিকে জানান, খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করেছেন। তখন পর্যন্ত তারা ১৩ জনের লাশ উদ্ধার করতে পেরেছেন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশংকা প্রকাশ করেন তিনি।
অপর একটি সূত্র জানায়, ঢাকাগামী হানিফ পরিবহনের যাত্রীবাহী বাসের সঙ্গে পারভেজ টান্সপোর্টের একটি কাভার্ডভ্যানের সংঘর্ষ হয়। এতে কাভার্ডভ্যানের সিলিন্ডার বিস্ফোরিত হয়ে বাসটিতে আগুন ধরে যায়। এ সম্পর্কে বিস্তারিত আর কিছু জানা যায়নি।