আওয়ার ইসলাম : ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে মুসলিম শব্দ বাদ দেয়ার প্রক্রিয়া চূড়ান্ত প্রায়। আইন ও শরিয়াহ অনুষদভুক্ত ‘আইন ও মুসলিম বিধান’ বিভাগের নাম থেকে ‘মুসলিম’ শব্দটি বাদ দিয়ে বিভাগের নাম শুধু আইন বিভাগ করার প্রক্রিয়া চূড়ান্ত করছে বিভাগীয় কর্তৃপক্ষ। ইতোমধ্যে অনুষদীয় সভায় মুসলিম শব্দ বাদ দেয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে জানা গেছে। সিন্ডিকেটে চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হলেই ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে ‘মুসলিম’ শব্দটি বাদ পড়বে।
আইন ও মুসলিম বিধান বিভাগের বিভাগীয় অ্যাকাডেমিক কমিটির ২১১তম সভায় বিভাগের নাম সংশোধনের বিষয়টি উত্থাপিত হয়। অত্যন্ত গোপনীয়ভাবে তারা বিষয়টি অনুষদীয় সভায় বিবেচনার জন্য প্রেরণ করেন। অনুষদীয় কমিটিতেও বিষয়টি সতর্কতার সাথে অনুমোদন পায়। তবে অভিযোগ আছে, অনুষদীয় অ্যাকাডেমিক কমিটির মিটিংয়ের আলোচ্যসূচি সদস্যদের কাছে সভার তিন দিন আগে দেয়ার কথা থাকলেও অনুষ্ঠানে আসার পর সদস্যদের হাতে আলোচ্যসূচি প্রদান করা হয়। যেটিকে অনেকে টেবিল এজেন্ডা হিসেবে বিবেচিত করেছেন।
সূত্র : দৈনিক নয়া দিগন্ত
-এআরকে