মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫ ।। ৯ বৈশাখ ১৪৩২ ।। ২৪ শাওয়াল ১৪৪৬


কাজেই ইসির পরিচয় পাওয়া যাবে: বার্নিকাট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

barniআওয়ার ইসলাম : ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা স্টিফেন ব্লুম বার্নিকাট বলেছেন, 'নির্বাচন কমিশন (ইসি) গঠন প্রক্রিয়া ও পরবর্তী ঘটনাবলি যুক্তরাষ্ট্র পর্যবেক্ষণ করছে। নতুন ইসিকে কাজের মাধ্যমেই আস্থা অর্জন করতে হবে।'

বৃহস্পতিবার সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদকের সঙ্গে বৈঠকের কারণ হিসেবে বার্নিকাট বলেন, 'রাজনৈতি বিষয়গুলো ভালোভাবে জানতে আমরা সব সময় আলোচনা করে থাকি। এ ছাড়া রোহিঙ্গা ইস্যু নিয়েও আমাদের মধ্যে আলোচনা হয়েছে।'

তিনি বলেন, 'রোহিঙ্গা সংকট মোকাবেলায় বাংলাদেশসহ আন্তর্জাতিক সম্প্রদায়কেও উদ্যোগ নিতে হবে। যুক্তরাষ্ট্র রোহিঙ্গা বিষয়টির শান্তিপূর্ণ সমাধান চায়।'

বাংলাদেশ রোহিঙ্গাদের নোয়াখালীর ঠেঙ্গারচরে পুনর্বাসিত করার পরিকল্পনা করছে। ইতিমধ্যে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা এ পরিকল্পনা বাস্তবায়ন না করতে বাংলাদেশকে আহ্বান জানিয়েছে। স্থানীয়রাও এর বিরোধিতা করছে।

এ প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘রোহিঙ্গারা ইতিমধ্যে আঘাত পেয়েছে, এমন কিছু আমরা চাইব না যাতে তারা আবারও আঘাত পায়।’

রোহিঙ্গা সংকট মোকাবেলায় আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চেয়েছেন তিনি।

-এআরকে


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ