বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সভাপতিত্বে গুলশান কার্যালয়ে গতকাল রাত ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে জোটের নেতাদের পাশে নিয়ে লিখিত বক্তব্য তুলে ধরেন বিএনপি মহাসচিব।
তিনি বলেন, সোমবার শেষ মুহূর্তে অত্যন্ত দ্র্রুততার সঙ্গে সার্চ কমিটির প্রস্তাবিত ১০টি নাম থেকে একজনকে প্রধান নির্বাচন কমিশনার ও চারজনকে নির্বাচন কমিশনার পদে নিয়োগ দেওয়া হয়েছে। সব মহল থেকে দাবি ছিল সার্চ কমিটির বাছাইকৃত ১০ জনের নাম জনসমক্ষে প্রকাশ করা হবে এবং তাদের জীবনবৃত্তান্ত ও কর্ম অভিজ্ঞতা সম্পর্কে প্রয়োজনীয় তথ্য সরবরাহ করা হবে। এ পন্থা অনুসরণ করা হলে প্রক্রিয়াটি কিছুটা হলেও স্বচ্ছতা পেত। কিন্তু তা করা হয়নি। তারা নিরাশ ও হতাশ হয়েছেন।
বৈঠকে জোটনেত্রী খালেদা জিয়া রাষ্ট্রপতির কাছে ১৩ দফা প্রস্তাবের পাশাপাশি নির্বাচনকালীন 'সহায়ক সরকারে'র বিষয়টিও উত্থাপন করেছিলেন, তা সরকারকে বাস্তবায়ন করতে চাপ সৃষ্টির মত দেওয়া হয়। এ জন্য বিএনপি ও জোট সম্মিলিতভাবে মাঠে নামার বিষয়ে মতামত দেওয়া হয়। এ পর্যায়ে বিএনপি চেয়ারপারসন তাদের যুক্তির পক্ষে সম্মতি দিয়ে সবাইকে মাঠে থাকার আহ্বান জানান।