আওয়ার ইসরাম: চট্টগ্রামে এক অভিযানে ইসলামী সমাজ সংগঠনের ২৪ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে নগরীর পাহাড়তলী থানাধীন মৌসুমী আবাসিক এলাকার ময়ুর ম্যানশন থেকে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতরা ওই বাড়িটির ২য় তলার ভাড়াটিয়া মো. জামাল উদ্দিনের বাসায় বৈঠক করছিল।
গ্রেফতারকৃতদের মধ্যে চট্টগ্রাম অঞ্চলের প্রধান দায়িত্বশীল নেতা ও ঢাকার টঙ্গী অঞ্চলের প্রধান দায়িত্বশীল নেতাও রয়েছেন।
শনিবার দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সদর দফতরে এক সংবাদ সম্মেলনে নগর গোয়েন্দা পুলিশের উপকমিশনার পরিতোষ ঘোষ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘গ্রেফতারকৃতরা গণতন্ত্র, প্রচলিত আইন ও শাসন ব্যবস্থার বিরুদ্ধে এবং ইসলামী খেলাফত প্রতিষ্ঠার মতবাদে বিশ্বাসী।’
গ্রেফতারকালে তাদের মতাদর্শ প্রচারের কিছু বুকলেট, লিফলেটও উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন, মো. রুহুল আমিন (৪৫), মো. ইউছুপ আলী (৪৬), আমির হোসেন (৫০), জামাল উদ্দিন (৪২), আবু হানিফ হারিজ (৫৩), মো. রফিকুল ইসলাম প্রকাশ রুবেল (২৭), আলমগীর হোসেন (৩৫), দিদার হোসেন (৩৫), মো. আনোয়ার (৪৪), শাহ আলম (৪০), রবিউল হোসেন (৩৭), তৌহিদুল ইসলাম (২২), মো. আনোয়ার হোসেন (৪২), আব্দুল ওহাব (৫৪), আব্দুর রব (৪০), মো. ছাদেক (৪২), আবু বক্কর কামাল (৫০), আব্দুর কাদের (২৭), মো. আকবর হোসেন (৪২), সাইফুল ইসলাম প্রকাশ ধর্মন্তরিত কৃষ্ণানন্দ দে (২৬), মো. ইব্রাহিম খলিল (২৬), মোবারক আলী (৪৫), আব্দুল হাকিম (৪৫) ও মো. রবিউল (২৮)।
আরআর