আওয়ার ইসলাম: যুক্তরাষ্ট্রের টেক্সাসে গতকাল উগ্র সন্ত্রাসীদের পুড়িয়ে দেয়া মসজিদ পুননির্মাণে ৬ লাখ ডলার অনুদান জমা পড়েছে। খবর আল জাজিরা
জানা যায়, আগুনে পুড়ে যাওয়া মসজিদ ঠিক করতে গতকাল রবিবার ১২ হাজার ৮৩৬ জন ব্যক্তি এই অর্থ অনুদান দেন। নির্মাণকাজের জন্য এখনো পর্যন্ত সাহায্য এসেছে ছয় লাখ ডলার।
বাংলাদেশি টাকায় পরিমাণ চার কোটি ৬৮ লাখ টাকা।
মসজিদ কর্তৃপক্ষ জানিয়েছে, টেক্সাসের ওই ঘটনার পর আমেরিকানরা মর্মাহত হয়েছেন। যে কারণে ভালোবেসে সবাই এ পরিমাণ অর্থ দান করেছেন মসজিদ নির্মাণের জন্য।
মসজিদে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে স্থানীয় পুলিশ প্রশাসনের পাশাপাশি জাতীয় পর্যায়েও তদন্ত শুরু করা হয়েছে বলে জানা গেছে। এমনকি এর মধ্যে এফবিআই’ও রয়েছে। তবে এখন পর্যন্ত আগুনের কারণ বা এর সঙ্গে জড়িত কাউকে শনাক্ত করা সম্ভব হয়নি।
উল্লেখ্য শুক্রবার নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক নির্বাহী আদেশে তিন মাসের জন্য ৭ মুসলিম দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্র প্রবেশে স্থগিতাদেশ দেন। ট্রাম্পের নির্বাহী আদেশের কয়েক ঘণ্টার মধ্যেই টেক্সাসের এই মসজিদটিতে আগুনের ঘটনা ঘটে।
আরআর