রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
মানুষের অধিকার প্রতিষ্ঠায় দ্রুত নির্বাচনের বিকল্প নেই: তারেক রহমান জমিয়তের ভারপ্রাপ্ত সভাপতি হলেন শায়খ মাওলানা আবদুর রহীম ইসলামাবাদী কুমিল্লায় আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন আগামীকাল মাওলানা মনসুরুল হাসান রায়পুরীর ইন্তেকালে চরমোনাই পীরের শোক প্রকাশ জমিয়ত সভাপতি মাওলানা মনসুরুল হাসান রায়পুরী রহ.-এর বর্ণাঢ্য জীবন কওমি সনদকে কার্যকরী করতে ছাত্রদল ভূমিকা রাখবে: নাছির বড় ব্যবধানে জিতে প্রথমবারের মতো পার্লামেন্টে যাচ্ছেন প্রিয়াঙ্কা আইফোনে ‘টাইপ টু সিরি’ ফিচার যেভাবে ব্যবহার করবেন  স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবি অত্যন্ত যৌক্তিক: ধর্ম উপদেষ্টা আল্লাহকে পেতে হলে রাসূলের অনুসরণ অপরিহার্য: কবি রুহুল আমিন খান

বাবরী মসজিদ ধ্বংস মামলায় অভিযুক্তকে ‘পদ্মশ্রী’ সম্মান দেয়া ভুল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

wasiঅল ইন্ডিয়া মজলিশ ই ইত্তেহাদুল মুসলেমিন (মিম) প্রধান ব্যারিস্টার আসাদউদ্দিন ওয়াইসি বলেছেন, ‘বাবরী মসজিদ ধ্বংস মামলায় অভিযুক্তকে ‘পদ্মশ্রী’ সম্মান দেয়া অন্যায়।’ প্রজাতন্ত্র দিবস উপলক্ষে বিজেপি’র সিনিয়র নেতা মুরলী মনোহর যোশিকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করায় অসন্তুষ্ট হয়ে ওয়াইসি ওই মন্তব্য করেন।

সমাজে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখার জন্য প্রত্যেক বছর প্রজাতন্ত্র দিবস উপলক্ষে প্রেসিডেন্টের হাত দিয়ে বিশিষ্ট ব্যক্তিদের সম্মানিত করা হয়। এ বছর সেই তালিকায় ছিলেন মুরলী মনোহর যোশি।

আজ (শুক্রবার) সংসদ সদস্য আসাদউদ্দিন ওয়াইসি এক বেসরকারি টিভি চ্যানেলে দেয়া সাক্ষাৎকারে বলেন, ‘বাবরী মসজিদ ধ্বংস মামলায় মুরলী মনোহর যোশি অভিযুক্ত। তার বিরুদ্ধে মামলা চলছে। এরকম ব্যক্তিকে সম্মাননা দেয়া ঠিক নয়।’

আসাদউদ্দিন ওয়াইসি ২০১৫ সালে ভারতের সাবেক প্রধানমন্ত্রী ও সিনিয়র বিজেপি নেতা অটলবিহারি বাজপেয়ীকে ‘ভারতরত্ন’ এবং লালকৃষ্ণ আদবানিকে ‘পদ্মবিভূষণ’ সম্মান দেয়ার বিরোধিতা করেছিলেন।

আসাদউদ্দিন ওয়াইসি সেসময় অভিযোগ করেন, ‘অটল বিহারী বাজপেয়ী অযোধ্যার  ঘটনায় ১৯৯২ সালের ৫ ডিসেম্বর এক ভাষণে বিতর্কিত মন্তব্য করেছিলেন।’

ওয়াইসি প্রশ্ন তুলে বলেন, ‘আদবানিকে কীভাবে দেশের দ্বিতীয় সর্বোচ্চ সম্মান ‘পদ্মবিভূষণ’ দেয়া হল, যার বিরুদ্ধে ফৌজদারি মামলা রয়েছে।’ বাবরী মসজিদ ধ্বংস মামলা সম্পর্কিত ঘটনার দিকে ইঙ্গিত করে ওয়াইসি এই মন্তব্য করেন।

তিনি বলেন, ‘আদবানি ‘রথযাত্রা’ করে দেশের ক্ষতি করেছেন।’

‘সম্ভবত এই প্রথম ফৌজদারি মামলায় জড়িত কোনো ব্যক্তিকে ‘পদ্মবিভূষণ’ সম্মান দেয়া হয়েছে’ বলেও ওয়াইসি সেসময় মন্তব্য করেছিলেন। ওয়াইসির ওই মন্তব্যকে সাম্প্রদায়িক বিভাজনের চেষ্টা বলে অভিহিত করেছিলেন বিজেপি মুখপাত্র সুধাংশু মিত্তাল।#

পার্সটুডে


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ