অল ইন্ডিয়া মজলিশ ই ইত্তেহাদুল মুসলেমিন (মিম) প্রধান ব্যারিস্টার আসাদউদ্দিন ওয়াইসি বলেছেন, ‘বাবরী মসজিদ ধ্বংস মামলায় অভিযুক্তকে ‘পদ্মশ্রী’ সম্মান দেয়া অন্যায়।’ প্রজাতন্ত্র দিবস উপলক্ষে বিজেপি’র সিনিয়র নেতা মুরলী মনোহর যোশিকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করায় অসন্তুষ্ট হয়ে ওয়াইসি ওই মন্তব্য করেন।
সমাজে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখার জন্য প্রত্যেক বছর প্রজাতন্ত্র দিবস উপলক্ষে প্রেসিডেন্টের হাত দিয়ে বিশিষ্ট ব্যক্তিদের সম্মানিত করা হয়। এ বছর সেই তালিকায় ছিলেন মুরলী মনোহর যোশি।
আজ (শুক্রবার) সংসদ সদস্য আসাদউদ্দিন ওয়াইসি এক বেসরকারি টিভি চ্যানেলে দেয়া সাক্ষাৎকারে বলেন, ‘বাবরী মসজিদ ধ্বংস মামলায় মুরলী মনোহর যোশি অভিযুক্ত। তার বিরুদ্ধে মামলা চলছে। এরকম ব্যক্তিকে সম্মাননা দেয়া ঠিক নয়।’
আসাদউদ্দিন ওয়াইসি ২০১৫ সালে ভারতের সাবেক প্রধানমন্ত্রী ও সিনিয়র বিজেপি নেতা অটলবিহারি বাজপেয়ীকে ‘ভারতরত্ন’ এবং লালকৃষ্ণ আদবানিকে ‘পদ্মবিভূষণ’ সম্মান দেয়ার বিরোধিতা করেছিলেন।
আসাদউদ্দিন ওয়াইসি সেসময় অভিযোগ করেন, ‘অটল বিহারী বাজপেয়ী অযোধ্যার ঘটনায় ১৯৯২ সালের ৫ ডিসেম্বর এক ভাষণে বিতর্কিত মন্তব্য করেছিলেন।’
ওয়াইসি প্রশ্ন তুলে বলেন, ‘আদবানিকে কীভাবে দেশের দ্বিতীয় সর্বোচ্চ সম্মান ‘পদ্মবিভূষণ’ দেয়া হল, যার বিরুদ্ধে ফৌজদারি মামলা রয়েছে।’ বাবরী মসজিদ ধ্বংস মামলা সম্পর্কিত ঘটনার দিকে ইঙ্গিত করে ওয়াইসি এই মন্তব্য করেন।
তিনি বলেন, ‘আদবানি ‘রথযাত্রা’ করে দেশের ক্ষতি করেছেন।’
‘সম্ভবত এই প্রথম ফৌজদারি মামলায় জড়িত কোনো ব্যক্তিকে ‘পদ্মবিভূষণ’ সম্মান দেয়া হয়েছে’ বলেও ওয়াইসি সেসময় মন্তব্য করেছিলেন। ওয়াইসির ওই মন্তব্যকে সাম্প্রদায়িক বিভাজনের চেষ্টা বলে অভিহিত করেছিলেন বিজেপি মুখপাত্র সুধাংশু মিত্তাল।#
পার্সটুডে