আওয়ার ইসলাম : বিদায়ের ঠিক কয়েক ঘণ্টা আগে ফিলিস্তিনের জন্য ২২ কোটি ১০ লাখ ডলার অনুদান পাঠান সদ্য বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। এটিই ছিলো হোয়াইট হাউজে তার নেয়া শেষ পদক্ষেপ।
কংগ্রেসে রিপাবলিকানদের ঘোর আপত্তির মুখে নির্বাহী ক্ষমতা প্রয়োগ করে এ অর্থ প্রদান করেন তিনি।যুক্তরাষ্ট্রের পাঠানো ওই অর্থ গাজা ও পশ্চিম তীরের মানবিক সহায়তায় ব্যবহৃত হবে।
মার্কিন স্টেট ডিপার্টমেন্টের এক কর্মকর্তা জানান, ওই অনুদানের ব্যাপারে গত শুক্রবার সকালে কংগ্রেসকে অবহিত করেন ওবামা। এর কয়েক ঘণ্টা পরই মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন ডোনাল্ড ট্রাম্প।
-এআরকে