যাইফ মাসরুর: একুশে বইমেলায় আসছে তরুণ লেখক নাজিম উদ দৌলা’র ব্রিজরক্ষক। এটি সাইকোলজিক্যাল থ্রিলার। বিইটি প্রকাশ করছে বিদ্যানন্দ।
উপন্যাসটি নিয়ে লেখকের বক্তব্য, একজন সাইক্রিয়াটিস্ট, যে লজিক খুঁজে বেড়ায়। একজন গণিতবিদ, যে এন্টি লজিকের পক্ষে। দুজনের মানসিক দ্বন্দ্বের মাঝে বিরাজ করে একটি সংখ্যা, যার নাম ব্রিজ। আসলেই কি সংখ্যাটির অস্তিত্ব আছে নাকি সবটাই উর্বর মস্তিস্কের কল্পনা। তাই জানা যাবে এক নিঃশ্বাসে পড়ে ফেলার মত সাইকোলজিক্যাল থ্রিলার ব্রিজরক্ষক বইটি পড়ে।
বইয়ের নজরকাড়া প্রচ্ছদটি করেছেন লেখক নিজেই। একশ বারো পৃষ্ঠার বইটির মূল্য রাখা হয়েছে একশ ষাট টাকা।
বইয়ের ফ্ল্যাপ থেকে—
- বলুন তো, এক থেকে বিশের মধ্যে কয়টি পূর্ণ সংখ্যা আছে?
- বিশটি।
- আপনি ভুল জানেন। একুশটি।
- কীভাবে?
- অতিরিক্ত একটি সংখ্যা লুকিয়ে আছে এদের মধ্যে, যার নাম “ব্রিজ”।
- তাই নাকি? তাহলে সংখ্যাটা গুনে দেখান তো।
- এই সংখ্যা গুনে বের করা সম্ভব নয়!
- যেকোনো পূর্ণ সংখ্যা গোনা যায়, তাহলে আপনার ঐ “ব্রিজ” কেন গোনা যাবে না?
- কারণ অদৃশ্য একটি সত্ত্বা ঐ সংখ্যাটিকে পাহারা দিচ্ছে অবিরাম।
- কে এই অদৃশ্য সত্ত্বা?
- ব্রিজরক্ষক!
আরআর