যাইফ মাসরুর: বইমেলায় দর্শনার্থীদের বেশীরভাগেরই দৃষ্টি থাকে জনপ্রিয় লেখকদের বইয়ের দিকে। তবে নতুন লেখকদের প্রতিও সবার একটা অন্যরকম আগ্রহ থাকে। এজন্যই প্রতিবছর আমরা অনেক নতুন লেখকের দেখা পাই, যাদের মধ্য থেকে পাঠকদের মূল্যায়নে কেউ কেউ হয়ে উঠেন সেরাদের একজন। এইবারের বইমেলায় বইপ্রকাশ হবে এমন নতুন লেখকদেরই একজন সোহেল নওরোজ।
এবারের মেলায় তার 'প্রেমের আলামত পাওয়া যায়নি' বইটি থাকছে, যা ইতোমধ্যে বাজারে চলে এসেছে।
'প্রেমের আলামত পাওয়া যায়নি' একটি গল্প সংকলন। সোহেল নওরোজের তৃতীয় বই এটি। বইটিতে স্থান পেয়েছে বছরের বিভিন্ন সময়ে লেখা নানা স্বাদের চোদ্দটি গল্প।
বইটি প্রকাশ করেছে অভিজাত প্রকাশনা সংস্থা দেশ পাবলিকেশন্স। প্রচ্ছদ করেছেন ধ্রুব এষ। আশি পৃষ্ঠার এই বইয়ের মূল্য রাখা হয়েছে একশো পঞ্চাশ টাকা।
আরআর