আওয়ার ইসলাম: শাহজালাল বিশ্ববিদ্যালয়ের টিচার্স ক্লাবে হয়ে গেল মুসা আল হাফিজ সন্ধ্যা। আয়োজনে ছিলেন প্রফেসর ড. সাজেদুল করিম।
এতে উপস্থিত ছিলেন শাবি’র বিভাগীয় ডিন প্রফেসর ড. নজরুল ইসলাম, ম্যাথমেটিক্সের প্রফেসর ড. ইসহাক আলী, বাংলা বিভাগের ড. মো. রিজাউল ইসলাম, ক্যামিস্টির প্রফেসর ড. মো. সেলিম, ম্যাথমেটিক্সের প্রফেসর ড. আশরাফ উদ্দীন, পরিসংখ্যানের প্রফেসর ড. তাজ উদ্দীন, প্রফেসর ড. খালিদুর রহমান, প্রফেসর ড. শাহেদ আহমদ ও কবি সিদ্দিক আহমদ প্রমুখ।
প্রফেসর ড. সাজেদুল করিম বলেন, মুসা আল হাফিজ এক চলমান চিন্তা। তিনি গবেষণায় যে অবদান রেখেছেন, তা আমাদের সমৃদ্ধ করেছে। তার চিন্তায় রয়েছে রেঁনেসার জ্বালানি। যেসব জায়গায় শূন্যতা রয়েছে, তিনি দক্ষ হাতে তা পুরণ করছেন। প্রাচ্যের অহং নিয়ে একজন চিন্তাবিদ হিসেবে পশ্চিমা চিন্তার আধিপত্যের কলকব্জা নিয়ে নাড়াচাড়া করেছেন তিনি। ফলে স্বাধীন মানস তৈরিতে তরুণদের তার ভাবনার সাথে পরিচিত করাতে হবে।
ড. রিজাউল ইসলাম বলেন, মুসা আল হাফিজের কবিতা কয়েকদিন ধরে আমাকে ঘোরগ্রস্ত করে রেখেছে। তিনি তার বাণীকে শব্দাতিরিক্ত, অর্থারিতিক্ত ও ভাবাতিরিক্ত বৈশিষ্ট দান করেছেন। তার কবিতায় দেখা যায় ভাবের ব্যাপক বিস্তার। একই সাথে শিল্প ও দর্শনের সমাহারে তার বাণীবিন্যাস কালজয়ী কবিদের কথা মনে করিয়ে দেয়।
আরআর