আওয়ার ইসলাম: মাওলানা মুহিউদ্দীন খান রহ. এর স্মরণে স্মারক সংখ্যা প্রকাশ করেছে ‘ত্রৈমাসিক হেরার জ্যোতি’। মাওলানা মুহীউদ্দীন খানের সফল কর্মময় জীবনের এক খণ্ড চিত্র ওঠে এসেছে এ স্মারক সংখ্যাটিতে।
মাওলানা মুহিউদ্দীন খান বাংলাদেশের উজ্জ্বল নক্ষত্র, শীর্ষস্থানীয় আলেমে দীন, মাসিক মদীনা সম্পাদকসহ বহুমুখী প্রতিভা ও কর্মতৎপর সম্মোহনী ব্যক্তিত্ব ছিলেন। তিনি বাংলাদেশে ইসলামি সাহিত্য-জগতে সাহিত্যের জমিদার হিসেবেই সমধিক পরিচিত। তিনি আশি বছর বয়সে ২৪ জুন ২০১৬ শনিবার বিকেল সোয়া ৬টায় রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। তার সফল কর্মময় জীবন ও কীর্তিকে মুদ্রিত অক্ষরে প্রকাশ করার প্রয়াশ এ স্মারকগ্রন্থ।
বাংলাদেশের শীর্ষস্থানীয় আলেম, রাজনীতিবিদ, প্রবীণ সাংবাদিকসহ ঘরে-বাইরের অনেক বিশিষ্টজনের লেখা স্থান পেয়েছে স্মারকটিতে। শীর্ষ আলেমদের মধ্যে লিখেছেন আল্লামা শাহ আহমদ শফী, মহিউসসুন্নাহ মাহমুদুল হাসান, নূর হোসাইন কাসেমী, জুনায়েদ বাবুনগরীসহ অনেকে। লিখেছেন কবি আল মাহমুদ, বঙ্গবীর কাদের সিদ্দিকী, গোলাম মাওলা রনি সৈয়দ মোঃ রেজাউল করিম [পীর সাহেব], আবদুল লতিফ নেজামীসহ বিশিষ্ট রাজনীতিবিদগণ।
আল্লামা তাফাজ্জুল হক হবিগঞ্জী, আযহার আলী আনোয়ার শাহ, মোস্তফা আজাদ উবায়দুর রহমান খান নদভী, মোহাম্মদ আবদুল গফুর, নঈম নিজাম [সম্পাদক, বাংলাদেশ প্রতিদিন], ড. আ ফ ম খালিদ হোসেন, শরীফ মুহাম্মদ, মুহিউদ্দিন আকবর, মাসুদ মজুমদারসহ প্রবীণ ও তরুণ আলেম লেখক, সাংবাদিকদের অনেকেই লিখেছেন। ১১২ পৃষ্ঠার স্মারকটির মূল্য ৫৫ টাকা।
ডিএস