আওয়ার ইসলাম : মার্কিন যুক্তরাষ্ট্রে প্রতিনিয়ত বাড়ছে মুসলিম বিদ্বেষ। রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হওয়ার পর মার্কিন মুসলিম নাগরিকদের মাঝে আতঙ্ক আরও বৃদ্ধি পেয়েছে।
বিশেষত অভিবাসী মুসলিমরা চরম আতঙ্কে দিন কাটাচ্ছে। কেননা নবনির্বাচিত ট্রাম্প মুসলিম ও অভিবাসী উভয়ের ব্যাপারে বিদ্বেষপূর্ণ মনোভব পোষণ করেন।
আমেরিকান মুসলিমদের আতঙ্ক দূর করতে এবার মুখ খুললেন, নিউইয়ার্ক সিটির মেয়র বিল ডি ব্লাজিও।
তিনি বলেন, নিউইয়র্কে কোনো ধরনের বিদ্বেষপূর্ণ হামলা বরদাশত করা হবে না বলে জানিয়েছেন। নিউইয়র্কে কোনো মুসলমান বিদ্বেষপূর্ণ হামলার শিকার হলে সঙ্গে সঙ্গে মেয়রের কার্যালয়ে জানাতে বলেন তিনি এবং দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। নিউইয়র্কের মেয়র বলেন, নিউইয়র্ক নগরীর প্রত্যেক নাগরিকের অধিকার সমান। তাই সবার অধিকার রক্ষায় নগরীর প্রশাসন সক্রিয়।
এ ধরনের আয়োজন করতে বাংলাদেশিদের প্রশংসা করে মেয়র বলেন, বাংলাদেশিদের এ ধরনের আয়োজনে তিনি অভিভূত। ছাত্রজীবন থেকে তিনি বাংলাদেশি মানুষ চেনেন। তাঁদের ভালোবাসা ও আন্তরিকতা তাঁকে মুগ্ধ করে বলেও জানান।
-এআরকে