আওয়ার ইসলাম: টোকিওতে দুইদিনব্যাপী কাউন্টার টেরিরিজম ওয়ার্কশপে যোগ দিতে জাপান যাচ্ছেন শোলাকিয়া ঈদগাহের গ্রান্ড ইমাম আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ। ওয়ার্কশপটিতে সন্ত্রাসের বিরুদ্ধে অন্তত দুই হাজার দক্ষজনবল তৈরির লক্ষ নেয়া হয়েছে।
দুই দিনব্যাপী এ সম্মেলন শুরু হবে আগামী ১৭ জানুয়ারি। অনুষ্ঠানে বিশ্বের নানা পর্যায়ের বোদ্ধাগণ উপস্থিত থাকবেন।
অনুষ্ঠানে মূল তিনজন মূখ্য আলোচকের মধ্যে রয়েছেন বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ। বাকিরা হলেন, আইএসিএস’র পরিচালক ডক্টর জেওয়াল এবং প্রফেসর জামহারী।
দুই দিনের জাপান সফরে আল্লামা ফরীদ উদ্দীন মাস্ঊদের সঙ্গে যাচ্ছেন বাংলাদেশ জমিয়তুল উলামা ঢাকা মহানগরীর সাধারণ সম্পা্দক ও ইকরা বাংলাদশ’র প্রিন্সিপাল মাওলানা সদরুদ্দীন মাকনুন।
মাওলানা মাকনুন আওয়ার ইসলামকে জাপান সফরের বিষয়টি নিশ্চিত করে বলেন, আগামী ১৫ জানুয়ারি ওই ওয়ার্কশপে যোগ দেয়ার জন্য তারা বাংলাদেশ ছাড়বেন।
আরআর