সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ।। ১০ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
সৌদির সেবা কোম্পানির সঙ্গে হজ এজেন্সির চুক্তির নির্দেশনা মহেশখালী থানার বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ১১ জন আসামি গ্রেফতার বৃষ্টির সময় কাবা প্রাঙ্গণে নামাজ আদায় ওমরা পালনকারীদের নিউ বসুন্ধরা রিয়েল এস্টেট গ্রাহকদের মূলধন ফেরত পাওয়ার দাবিতে সংবাদ সম্মেলন মাওলানা আতহার আলীকে বাদ দিয়ে জাতীয় ইতিহাস রচিত হতে পারে না: ধর্ম উপদেষ্টা জরুরি সভা ডাকল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কক্সবাজারে উৎসবমুখর পরিবেশে রোপা আমন ধান কাটা শুরু চাঁদপুর হিফজুল কুরআন প্রতিযোগিতায় জামিয়া ইসলামিয়া দারুস সুন্নাহর সাফল্য বগুড়ায় আন্দোলনে নিহত রিপনের মরদেহ কবর থেকে উত্তোলন কুমিল্লায় আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত

রসরাজের জামিন নামঞ্জুর; ১৬ জানুয়ারি পরবর্তী শুনানি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

rasraz-dasআওয়ার ইসলাম: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়ার অভিযোগে গ্রেফতার হওয়া রসরাজ দাসের (৩০) জামিন নামঞ্জুর করেছেন আদালত। এসময় আগামী ১৬ জানুয়ারি পরবর্তী জামিন শুনানির দিন ধার্য করা হয়েছে।

মঙ্গলবার দুপুর ১২টার দিকে জামিন শুনানি শেষে জেলা জজ ও দায়রা জজের বিচারক মো. ইসমাঈল হোসেন জামিন আবেদন নামঞ্জুর করেন। এসময় আগামী ১৬ জানুয়ারি পরবর্তী জামিন শুনানির দিন ধার্য করা হয়।

রসরাজের পক্ষে জামিন শুনানিতে অংশ নেন তার আইনজীবি অ্যাড. মো. নাসির মিয়া।

তিনি সাংবাদিকদের জানান, আদালতে ফরেনসিক রিপোর্ট জমা দেয়া হয়েছে। শুনানি শেষে জেলা জজ ও দায়রা জজের বিচারক মো. ইসমাঈল হোসেন জামিন আবেদন নামঞ্জুর করেন। এসময় আগামী ১৬ জানুয়ারি পরবর্তী জামিন শুনানির দিন ধার্য করেন আদালত।

এর আগে বেলা পৌনে ১১টার দিকে জেলা জজ মো. ইসমাঈল হোসেনের আদালতে জামিন বিষয়ে শুনানি হয়। শুনানির সময় আদালতে উপস্থিত ছিলেন না অভিযুক্ত রসরাজ দাস।

রসরাজ ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার হরিপুর ইউনিয়নের হরিণবেড় গ্রামের জগন্নাথ দাসের ছেলে।

উল্লেখ্য, গত ২৯ অক্টোবর ফেসবুকে পবিত্র কাবা শরীফকে অবমাননা করে ছবি পোস্ট দেয়ার অভিযোগে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) মামলায় গ্রেফতার হন রসরাজ (৩০) দাস। তার ফাঁসির দাবিতে উত্তাল হয়ে ওঠে নাসিরনগর উপজেলা।

আরআর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ