সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ।। ১০ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
সৌদির সেবা কোম্পানির সঙ্গে হজ এজেন্সির চুক্তির নির্দেশনা মহেশখালী থানার বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ১১ জন আসামি গ্রেফতার বৃষ্টির সময় কাবা প্রাঙ্গণে নামাজ আদায় ওমরা পালনকারীদের নিউ বসুন্ধরা রিয়েল এস্টেট গ্রাহকদের মূলধন ফেরত পাওয়ার দাবিতে সংবাদ সম্মেলন মাওলানা আতহার আলীকে বাদ দিয়ে জাতীয় ইতিহাস রচিত হতে পারে না: ধর্ম উপদেষ্টা জরুরি সভা ডাকল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কক্সবাজারে উৎসবমুখর পরিবেশে রোপা আমন ধান কাটা শুরু চাঁদপুর হিফজুল কুরআন প্রতিযোগিতায় জামিয়া ইসলামিয়া দারুস সুন্নাহর সাফল্য বগুড়ায় আন্দোলনে নিহত রিপনের মরদেহ কবর থেকে উত্তোলন কুমিল্লায় আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত

ভূমিকম্পে সিলেটের জগন্নাথপুরে একজন নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

vumikompoআওয়ার ইসলাম:ভূমিকম্পে ঝাঁকুনিতে কেঁপে ওঠলো দেশ। মঙ্গলবার বেলা ৩টা ৮মিনিটে দু’দফায় অনুভূত হওয়া ভূমিকম্পের স্থায়িত্ব ছিল প্রায় এক মিনিট।

ভূমিকম্পে  সিলেটে বড় ধরনের কোনো ক্ষতি না হলেও সুনামগঞ্জ জেলার জগন্নাথপুরে একজন নিহত ও এক মাদরাসা ছাত্রসহ দুজন আহত হয়েছেন।

নিহত ব্যক্তির নাম হিরণ মিয়া। তিনি জগন্নাথপুর উপজেলার পাটলী ইউনিয়নের আসামপুর গ্রামের মৃত সুনু মিয়ার ছেলে।

জানা গেছে, জগন্নাথপুর উপজেলার পাটলী দারুল উলুম এমদাদিয়া মাদারাসার পঞ্চম শ্রেণির ছাত্র নাজিউর রহমান (১৩)। সে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা সদরের আবদুল হাইয়ের ছেলে। নাজিউর ওই মাদরাসার আবাসিক ছাত্র।

ভূমিকম্পের সময় নাজিউর মাদরাসার দ্বিতীয় তলা থেকে লাফ দিলে মাথায় আঘাত পান। তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এছাড়া জগন্নাথপুর পৌরশহরের বাসিন্দা তকবুর মিয়ার মেয়ে রুবি বেগম ঘটনার সময় জ্ঞান হারিয়ে ফেলেন। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিসক ডা. মদুসুদন ধর জানান, ভূমিকম্পের পরপরই হিরণ মিয়া নামের একজনকে হাসাপতালে আনার আগেই মারা যান। এছাড়া নাজিউর রহমান ও রুবি আক্তার নামের দুজনকে হাসাপতালের আনা হলে নাজিউরের আঘাত বেশি হওয়ায় তাকে ওসমানী হাসপাতালে রেফার্ড করা হয়েছে। আর রুবি বেগমকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে।

ভূকম্পন প্রথমে মৃদু মাত্রায় শুরু হলেও হঠাৎ বেশ জোরে ঝাঁকুনি অনুভূত হয়। এতে আতঙ্কিত হয়ে সিলেট নগরের বাসা-বাড়ি, বিপণী বিতান ও বিভিন্ন প্রতিষ্ঠান থেকে লোকজন দ্রুত বের হয়ে রাস্তায় নেমে আসেন।

এসময় জিন্দাবাজারের ব্যস্ততম সড়কগুলোতে মানুষের অবস্থানের কারণে দেখা দেয় তীব্র যানজট।

ভূমিকম্পে জিন্দাবাজারের নির্মাণাধীন একটি ভবনের দেয়ালের কয়েকটি ইট ধসে পড়ে। এতে একটি মোটরসাইল ক্ষতিগ্রস্ত হয়। তবে মানুষের কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

সিলেট আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ সাঈদ আহমদ চৌধুরী জানান, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৩। এর উৎপত্তিস্থল ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরার লনতারাইয়ের দক্ষিণ মাছমারা এলাকায়।

ডিএস


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ