ওয়ালি খান রাজু: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ইভনিং মাস্টার্স প্রোগ্রামের ভর্তি পরীক্ষা আগামী ২০ জানুয়ারি অনুষ্ঠিত হবে।
ওই দিন শুক্রবার ইসলামিক স্টাডিজ বিভাগে সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগে স্ব-খরচে দুই বছর মেয়াদী এম এ (ইভিনিং) প্রোগ্রামের প্রথম ব্যাচে জানুয়ারি ২০১৭ এ ভর্তির জন্য আগ্রহী প্রার্থীর কাছ থেকে আবেদনপত্র আহবান করা হয়েছে।
বিভাগের চেয়ারম্যান ড. মোহাম্মদ আব্দুর রশীদ জানান, যে কোন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক (স্মমান) পাশ/সমমান ডিগ্রিধারী সকলে আবেদন করতে পারবেন।
সনাতন পদ্বতিতে মাধ্যমিক থেকে স্নাতক পর্যন্ত নূন্যতম ৬ (ছয়) পয়েন্ট তবে কোনো শ্রেণিতে তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য হবে না। গ্রেডিং পদ্বতির ক্ষেত্রে নূন্যতম সিজিপিএ মাধ্যমিক থেকে স্নাতক পর্যন্ত ৭ ও প্রতি পরীক্ষায় নূন্যতম ২ পয়েন্ট থাকতে হবে।
পূরণকৃত ভর্তি ফরম ও প্রয়োজনীয় কাগজপত্র ও এক হাজার টাকা ১৫ জানুয়ারি মধ্যে মধ্যে বিভাগীয় অফিসে জমা দিয়ে পরীক্ষার প্রবেশপত্র নিতে হবে।
আরআর