[caption id="attachment_22624" align="alignleft" width="500"] ফাইল ছবি[/caption]
আওয়ার ইসলাম: নিউজিল্যান্ডে জুমার নামাজের ইমামতি করলেন বাংলাদেশের ক্রিকেট তারকা মাহমুদুল্লাহ রিয়াদ। স্থানীয় মসজিদের ইমাম অনুপস্থিত থাকায় তিনি ইমামতি করেন।
নিয়মিত ইমাম উপস্থিত না থাকায় মসজিদ কমিটি চিন্তায় পড়ে গেলে মাহমুদউল্লাহ ইমামতি করতে সম্মত হন।
এর আগে মাহমুদুল্লাহ ও তামিম ইকবাল মিলে গুগল থেকে জুমার নামাজের খুতবা বের করেন। পরে মেহরাবে দাঁড়িয়ে তা আরবিতেই পাঠ করেন মাহমুদুল্লাহ।
এভাবেই প্রস্তুতি নিয়ে নেলসনের স্থানীয় সময় দুপুর দেড়টায় জুমার নামাজের ইমামতি করেন মাহমুদউল্লাহ।
এর আগে নিউজিল্যান্ড সফরে থাকা বাংলাদেশ জাতীয় ক্রিকেটের টেস্ট দলের অধিনায়ক মুশফিকুর রহিম তার ফেসবুক পেইজে দলের খেলোয়াড়দের একসঙ্গে নামাজ আদায়ের একটি ছবি আপলোড করেছেন। এটি ২৫ ডিসেম্বরের ছবি এবং সেদিন তারা মাঠেই নামাজ আদায় করেন। ইমামতি করেন মাহমুদুল্লাহ রিয়াদ।
আরআর