সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ।। ১০ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬


মিয়ানমারের রাষ্ট্রদূতকে ডেকে তীব্র প্রতিবাদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

poro-rastroআওয়ার ইসলাম: বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বঙ্গোপসাগরে বাংলাদেশি জেলেদের ওপর মিয়ানমার নৌবাহিনীর গুলি বর্ষণের ঘটনার তীব্র  প্রতিবাদ জানিয়েছে।

বৃহস্পতিবার দুপুর ১টার দিকে মন্ত্রণালয়ে মিয়ানমারের রাষ্ট্রদূত মিয়ো মিন্ট থান পৌছালে  ওই ঘটনার প্রতিবাদে বৈঠকে তাকে লিখিত একটি পত্র দেওয়া হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র সংবাদমাধ্যমকে  এ তথ্য নিশ্চিত করেছে।

মঙ্গলবার সেন্টমার্টিনের অদূরে বঙ্গোপসাগরে মৌলভীশীল এলাকায় বাংলাদেশের পতাকাবাহী 'এফবি জনিবা খালেদা' নামের একটি মাছধরার ট্রলার লক্ষ্য করে মিয়ানমারের নৌবাহিনী গুলিবর্ষণ করে।

ওই ঘটনায় ট্রলারে থাকা ছয় জেলে গুলিবিদ্ধ হন। তাদের টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে রাত ৮টার খানিক পর কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।

মিয়ানমার নৌবাহিনীর গুলির ঘটনায় পররাষ্ট্র সচিব (দ্বিপক্ষীয়) কামরুল আহসান মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব করেন।

ডিএস


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ