আহসান জাইফ
অনুসন্ধান
আমাদের, এই বেদনা নিঃসৃত
বিষাদময় শহরে
আমি কতগুলো, শরপিল, ধুসরিত
রাস্তা দেখি
সেখানে আমি পথ খুঁজে পাইনা,
সেই রাস্তায়, আমি, পিপড়ার মত
সারিবদ্ধ,
অগনিত লোকের পর লোক দেখি,
চারপাশে মানুষ দেখি না।
লা মাউজুদা ইল্লাল্লাহ
আমার, এই ক্ষয়িষ্ণু দেহের, মৃত্তিকা মেশা
শরীরের সৌষ্ঠব,
কিংবা তারও গভীরে বাস করা
অপার্থিব আত্মা,
আমি যখন, আমার ভেতর,
ক্রমশ ক্ষয়ে ক্ষয়ে, বেড়ে উঠতে দেখি
ভিন্ন অস্তিত্বে
ভুলে যাই নিজের পরিচয়, নিজের কি নাম!
হৃদয়ের গহ্বর হতে ওঠে আসে, নুর দিয়ে বিধৌত
সুডৌল রাস্তা।
আমি কি তবে আমি নই?
আমার ভেতরে তবে অন্য কারোর বসবাস
কেউই কি তবে প্রকৃত অরথে কেও নয়?
মায়ার খেলায় আবদ্ধ এই জগত, আমার চারপাশ?
ক্ষয়িষ্ণু, স্বল্পায়ু, মরণশীলতা
দিয়ে ভরা,আমাদের সামাজিক বলয়কে ছিন্ন
করে তোলা,
এ এমন অপার্থিব, ঐশ্বরিক, আধ্যাত্মিক জায়গা,
যেখানে, আমি, কিংবা
আমরা, আল্লাহ নামক
প্রগাঢ় মাশুক ছাড়া, জড়-অজড় ভিন্ন কোন
অস্তিত্বে, বিশ্বাস করি না।
আমাগো,ইসলাহি জীবন
আমরা, কেও কেও হয়ত
জন্মেছিলাম,
সমাজ বৈপ্লবিক চিন্তার ভ্রুণ হতে,
উজ্জ্বল সুশীল বিকাশে,
তারপর হেলে পড়তেই দুপুরের রোদ,
আমরা স্বতঃস্ফূর্ত কয়েকজন মদ্যপ,
বৃত্তীয় জীবনের গায়ে মুতে দিতে দিতে
হাটছি,আমাদের অভূতপূর্ব, অথর্ব
কাব্যিক আকাশে।
জেএম