কোনো রকম অপ্রীতিকর ঘটনা ঘটেনি
বাংলাদেশের নির্বাচন মানেই সংঘর্ষ আর অঘটন- এমনটাই নীতি হয়ে দাঁড়িয়েছিল। কিন্তু কালকের নির্বাচনে কোনো রকম অপ্রীতিকর ঘটনা ঘটেনি। বিশ্লেষকরা একে গুরুত্ব হিসেবে দেখছেন এবং ইসির সফলতা হিসেবে বখ্যাখ্য করছেন।
নারায়ণগঞ্জে ১৭৪টি ভোট কেন্দ্রে বন্দর, সিদ্ধিরগঞ্জ ও নারায়ণগঞ্জ সদর মিলিয়ে কোথায় কোনো ধরনের বড় ধরনের গোলযোগের খবর পাওয়া যায়নি। উৎসব মুখর পরিবেশে সকাল ৮ থেকে বিকেল ৪টা পর্যন্ত চলে এই ভোট গ্রহণ।
৭৯ হাজার ভোটের ব্যবধানে সাখাওয়াতের হার
যেখানে বিএনপির মেয়র প্রার্থী সাখাওয়াত হোসেন খান জয়ের ব্যাপারে অনেক আশা জাগিয়ে ছিলেন সেখানে এত বিশাল ব্যবধানে হার আলোড়ন সৃষ্টি করেছে। ১৭৪টি কেন্দ্রের ফল গণনা শেষে দেখা যায়, সেলিনা হায়াৎ আইভী পেয়েছেন ১ লাখ ৭৫ হাজার ৬১১ ভোট। আর সাখাওয়াত হোসেন খান পেয়েছেন ৯৬ হাজার ৪৪ ভোট।
আবার সাখাওয়াত তার নিজ কেন্দ্রেই হেরেছেন। বিষয়টিও ছিল আলোচনায়। এদিকে নির্বাচনে হেরে যাওয়ার পর তিনি এক সংবাদ সম্মেলনে অভিযোগ করেছেন, নির্বাচনে সুক্ষ কারচুপি হয়েছে।
এই শীতেও আইসক্রিম খেতে চাইলেন শামীম উসমান
সংসদ সদস্য শামীম উসমান আইভীর কাছে আইসক্রিম খেতে চেয়েছেন। কাল কোয়াশা ভোরে আইভীকে ভোট দেয়ার পর পরই তিনি আইসক্রিম রেডি রাখতে বলেন। বিষয়টি নিয়ে উভয়ের মধ্যে উচ্ছ্বাস দেখা গেছে।
বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জ বার একাডেমি কেন্দ্রে গিয়ে ভোট দেন শামীম। এরপর মেয়র প্রার্থীদের সাদা ব্যালট উঁচিয়ে সাংবাদিকদের দেখান, যেখানে নৌকা প্রতীকে সিল মারা ছিল।
সবচেয়ে কম ভোট ৪৩২
নাসিক নির্বাচনে সবচেয়ে কমভোট পেয়েছেন এলডিপির কামাল প্রধান। তিনি ছাতা প্রতীকে নির্বাচন করেছিলেন। তার উপরে আছে ৪৮০ ভোট নিয়ে আছেন কল্যাণ পার্টির রাশেদ ফেরদৌস।
আইভীর ইতিহাস
ডা. সেলিনা হায়াত্ আইভী। দেশে কোনো সিটি করপোরেশনের প্রথম নারী মেয়র হওয়ার গৌরব অর্জন করেছিলেন ২০১১ সালের ৩০ অক্টোবর। পাঁচ বছর পর এসে টানা দ্বিতীয়বার মেয়র নির্বাচিত। দেশে প্রথমবারের মত দলীয় মনোনয়ন ও প্রতীকে হওয়া সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হওয়ার অর্জনও তার ভা্লারে। ইতিহাস এখানেই শেষ নয়।
বিলুপ্ত নারায়ণগঞ্জ পৌরসভার চেয়ারম্যান (পরবর্তীতে মেয়র) এবং এরপর সিটি করপোরেশনের মেয়র হিসেবে সব মিলিয়ে টানা প্রায় ১৩ বছর দায়িত্ব পালন করেছেন তিনি। এখন এরসঙ্গে যুক্ত হল বিরতিহীন আরও পাঁচ বছর। ফলে আগামী পাঁচ বছরের মাথায় নারায়ণগঞ্জ সিটির ‘অভিভাবক’ হিসেবে আইভীর মেয়াদ হবে একটানা ১৮ বছর। আইভীর বাবা মরহুম আলী আহমদ চুনকাও ছিলেন নারায়ণগঞ্জ পৌরসভার প্রথম নির্বাচিত চেয়ারম্যান।
হাতপাখার জয়ের হিসাব দেখাচ্ছে কর্মীরা
নাসিক নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুফতি মাসুম বিল্লাহ পেয়েছেন ১৩ হাজার ৯১৪ ভোট। যদিও ১ম ও ২য় প্রার্থীর কোনোটারই কাছাকাছি নয় এ ভোট কিন্তু এ নিয়েই অনলাইন অফলাইনে উচ্ছ্বাস দেখা গেছে দলটির কর্মীদের মধ্যে।
দলের কিছু কর্মীকে ভোটের একটি সমিকরণ ফেসবুকে পোস্ট করতে দেখা গেছে। যদিও সমিকরণটি হাস্যকর কিন্তু বিষয়টি মজার দিয়েছে ফেসবুকারদের। সমিকরণটি হলো-
১৪দল (আ'লীগ) ১৭৪৬০২÷১৪=১২৪৭১
২০দল (বিএনপি) ৯৬৭০০ ÷২০=৪৮৩৫
১দল (হাতপাখা) ১৩৯১৪ ÷১ =১৩৯১৪
আরআর