আওয়ার ইসলাম: আগামী ৩১ ডিসেম্বর সন্ধ্যা ৬টার পর রাজধানীতে যেকোন উন্মুক্ত স্থানে সকল ধরণের সভা-শোভাযাত্রা নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার।
আজ সোমবার বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রনালয়ে '২৫ ডিসেম্বর বড় দিন উদযাপন এবং থার্টি ফার্স্ট নাইট এর আইন- শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ সংক্রান্ত সভা' শেষে স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাংবাদিকদের এ কথা জানান।
তিনি বলেন, থার্টি ফার্স্ট নাইট অর্থাৎ ৩১ ডিসেম্বর কিছু লোকেরা আইন-কানুন মানতে চান না। সেজন্য ওইদিন সন্ধ্যা ৬টার পর ঢাকা মহানগরীতে উন্মুক্ত স্থানে যে কোনো ধরণের সভা-শোভাযাত্রা নিষিদ্ধ।
তিনি বলেন, 'ইন্ডোর প্রোগ্রামের ক্ষেত্রে পুলিশের অনুমতি নিতে হবে।'
ওইদিন ঢাকা মহানগরীতে কোনো ধরনের আতশবাজি ফোটানো যাবে না জানিয়ে তিনি বলেন, নাশকতা যাতে না হয় সেজন্য পুলিশের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দারা কাজ করবে।
এসময় থার্টি ফার্স্ট নাইটে সকল বার বন্ধ থাকবে জানিয়ে তিনি বলেন, মাদক দ্রব্য ব্যবহার রোধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
এছাড়া আগামী ২৫ ডিসেম্বর বড় দিন উদযাপন উপলক্ষে রাজধানীসহ সারাদেশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে বলেও জানান মন্ত্রী।
আরআর