আওয়ার ইসলাম: রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হওয়া তিনদিনব্যাপী হজ মেলায় মানুষের ভিড় ছিলো উপচেপড়া।
হজযাত্রী ও হজ এজেন্সির মধ্যে যোগাযোগ স্থাপনের লক্ষ্যে গত বৃহস্পতিবার থেকে ‘দশম হজ ও ওমরাহ মেলা’ শুরু হয়ে শনিবার শেষ হয়েছে। যেখানে সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত এ মেলা খোলা ছিলো সবার জন্য।
মেলার প্যাভিলিয়নে ৭২টি প্রতিষ্ঠানের ১২০টি স্টল ছিলো। প্রতিটি স্টলে জানানো হয়েছে হজ-সংক্রান্ত নানান সেবার তথ্য। হজ প্যাকেজে সৌদি আরবে অবস্থানের মেয়াদ, কোথায় কত দিন অবস্থান, ওমরাহ করতে কী কী করতে হবে, মক্কা-মদিনায় থাকার ব্যবস্থা, দূরত্ব কত, এসবসহ হজের বিভিন্ন বিষয় জানার সুযোগ ছিলো মেলা থেকে।
বেসরকারি এজেন্সির স্টলগুলোতেও জানার সুযোগ ছিলো হজ ও ওমরাহ পালনে বিভিন্ন ধরনের প্যাকেজ সম্পর্কে। সেইসব স্টলগুলো ঘুরে ঘুরে হজ সম্পর্কে নানা তথ্য নিতে মেলার তিনদিনই হজগমনেচ্ছুদের ভিড় ছিলো চোখে পড়ার মতো।
হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) এ মেলার আয়োজন করে।
জানা গেছে, চাঁদ দেখা সাপেক্ষে ২০১৭ সালের ১ সেপ্টেম্বর পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এ জন্য গত ১ ডিসেম্বর বাংলাদেশ সচিবালয়ে ২০১৭ সালের হজের প্রস্তুতি সভায় ধর্ম মন্ত্রণালয় ২০ ডিসেম্বর থেকে হজের প্রাক-নিবন্ধন শুরুর জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্নের নির্দেশনা দিয়েছে।
এআর