সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ।। ১০ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬


ইসি পুনর্গঠনে রাষ্ট্রপতির সংলাপ শুরু আজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ec_sanglapআওয়ার ইসলাম: স্বাধীন নির্বাচন কমিশন (ইসি) পুনর্গঠনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

রোববার বিকাল সাড়ে ৪টায় বঙ্গভবনে বিএনপির সঙ্গে সংলাপের মধ্য দিয়ে শুরু হবে এ প্রক্রিয়া।

চেয়ারপারসন খালেদা জিয়ার নেতৃত্বে সংলাপে অংশ নেবে বিএনপির ১৩ সদস্যের প্রতিনিধি দল।

বিকাল ৩টায় গুলশানের বাসা থেকে বঙ্গভবনের উদ্দেশে রওনা দেবেন খালেদা জিয়া।

বিএনপির সঙ্গে সংলাপের পর আগামী ২০ ডিসেম্বর বিকাল ৩টায় বর্তমান সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টি, ২১ ডিসেম্বর বিকাল ৩টায় লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) ও সাড়ে ৪টায় কৃষক-শ্রমিক-জনতা লীগ এবং ২২ ডিসেম্বর বিকাল ৩টায় জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সঙ্গে আলোচনায় বসবেন রাষ্ট্রপতি।

এদিকে রাষ্ট্রপতির সঙ্গে সংলাপের সার্বিক প্রস্তুতি শেষ করেছে দলটি। আলোচনার খসড়া নিয়ে কয়েক দিন সিনিয়র নেতারা দফায় দফায় বৈঠক করেন। সর্বশেষ শনিবার রাতে সিনিয়র নেতাদের সঙ্গে বৈঠক করেন খালেদা জিয়া।

সেখানে সংলাপের ব্যাপারে তাদের মতামত নেয়া হয়। স্বাধীন নির্বাচন কমিশন গঠনে খালেদা জিয়ার দেয়া ১৩ দফা সুপারিশের ভিত্তিতেই রাষ্ট্রপতির সঙ্গে সংলাপ করবে দলটি।

আরআর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ