আওয়ার ইসলাম: রাখাইনে রোহিঙ্গা মুসলিমদের ওপর সহিংসতা যেভাবে মোকাবিলা করা হচ্ছে তাতে মিয়ানমার সরকারের কড়া নিন্দা জানিয়েছেন জাতিসংঘ।
মানবাধিকার বিষয়ক জাতিসংঘের হাই কমিশনার জায়েদ রা’আদ আল হুসেইন শুক্রবার এমন নিন্দা জানিয়েছেন।
তিনি বলেছেন, মিয়ানমার সরকার এ সহিংসতা মোকাবিলার ক্ষেত্রে নির্বিকার (ক্যালাস)। এতে উগ্রপন্থিদের একটি উর্বর ভূমি সৃষ্টির বড় ঝুঁকি দেখা দিয়েছে। এ খবর দিয়েছে অনলাইন দ্য নিউ ইয়র্ক টাইমস।
এতে বলা হয়, সঙ্কট মোকাবিলায় মিয়ানমার সরকারের পদক্ষেপকে জায়েদ রা’আদ আল হুসেইন অদূরদর্শী, কাঙ্খিত পদক্ষেপের বিপরীত ও নির্বিকার পদক্ষেপ বলে আখ্যায়িত করেছেন।
তিনি সতর্কতা উচ্চারণ করেছেন। বলেছেন, সহিংসতার এই বিস্তার যদি থামানো না হয় তাহলে তা পুরো অঞ্চলে ছড়িয়ে পড়তে পারে।
অক্টোবরে বাংলাদেশ সংলগ্ন সীমান্ত চৌকিতে হামলা চালায় বিদ্রোহীরা। এতে ৯ সীমান্ত প্রহরী নিহত হন। এরপর রাখাইন রাজ্যে রোহিঙ্গা মুসলিমদের বিরুদ্ধে সেনাবাহিনী নৃশংস প্রতিশোধ শুরু করে। এ বিষয়ে জাতিসংঘের রিপোর্ট দেয়ার কথা রয়েছে। তার আগে তার এ মন্তব্যকে কড়া সমালোচনা হিসেবে দেখা হচ্ছে।
আরআর