আওয়ার ইসলাম: মাদরাসা শিক্ষাব্যবস্থা জাতীয়করণের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেছেন শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদাসা বিভাগের অতিরিক্ত সচিব এ কে এম জাকির হোসেন ভূঞা।
শিক্ষামন্ত্রী ও মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যানসহ শত শত মাদরাসা অধ্যক্ষের উপস্থিতিতে রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তৃতাকালে জাতীয়করণের তালিকার বাইরে থাকা মাদরাসার পক্ষে এমন সাহসী উচ্চারণ করেন।
শনিবার (১৭ ডিসেম্বর) রাজধানীর মাতৃভাষা ইনস্টিটিউটে ইন্টার্যাকটিভ ডিজিটাল মাদরাসা টেকস্টবুকস (আইডিএমটি) এর উদ্বোধনী অনুষ্ঠানে দেয়া বিশেষ অতিথির বক্তৃতায় জাকির হোসেন আরো বলেন, ‘মাদরাসা শিক্ষা ব্যবস্থার উন্নয়নের জন্য এই খাতে আরো অর্থ বরাদ্দ দরকার। তবেই মাদরাসা শিক্ষা আমাদের দেশে আরও উন্নতি লাভ করবে। ফলে এই মাধ্যমে শিক্ষার্থীদের পড়তে আরো আগ্রহ বৃদ্ধি পাবে।’
৯ বছর যাবত শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক, কলেজ ও অন্যান্য শাখায় চাকরির অভিজ্ঞতাসম্পন্ন জাকির হোসেন ভূঞা বলেন, ‘মাদরাসা শিক্ষার প্রতি আগ্রহ বাড়াতে মাদরাসাগুলোকেও জাতীয়করণের আওতায় আনতে হবে।’
উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য দেন প্রধান অতিথি শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, বিশেষ অতিথি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সাইন্স ও ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. এম কায়কোবাদ এবং বুয়েটের ইইই্ বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মো. সোহেল রহমান। এছাড়াও মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. এস এম ওয়াহিদুজ্জামান, মাদরাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মো. বিল্লাল হোসেন বক্তব্য দেন।
আইডিএমটি এর উদ্বোধনী অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন মাদরাসা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর এ কে এম ছায়েফ উল্লাহ।
আরআর