আওয়ার ইসলাম: রোহিঙ্গাদের ওপর নির্যাতনে সেনাবাহিনীর সংশ্লিষ্টতার কোনো প্রমাণ পায়নি মিয়ানমারের রাষ্ট্রীয় তদন্ত কমিশন।
রাখাইন রাজ্য পরিদর্শন শেষে এ রিপোর্ট প্রকাশ করেন ১৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিশনের প্রধান ও দেশটির ভাইস প্রেসিডেন্ট ইউ মিন সু।
কমিশন তাদের রিপোর্টে বলে, পুলিশ চৌকিতে হামলার জবাব দিতেই 'সন্ত্রাসী' নির্মুলে অভিযান চালিয়েছে সেনাবাহিনী। যা হয়েছে তা আইনের ভিত্তিতেই।
তদন্ত কমিশনের প্রধান ও দেশটির ভাইস প্রেসিডেন্ট ইউ মিন সু বলেন, সেনাবাহিনীর বিরুদ্ধে ধর্ষণ ও অত্যাচারের যে অভিযোগ আনা হয়েছে তা পুরোপুরি মিথ্যা।
ঘরবাড়ি জ্বালিয়ে দেয়ার পেছনে স্থানীয়দের 'নাশকতাকে' দায়ী করে ১৩ সদস্যের রাষ্ট্রীয় কমিশন।
গত ৯ নভেম্বর বাংলাদেশ সংলগ্ন মিয়ানমার সীমান্তের পুলিশ চৌকিতে অজ্ঞাতদের হামলায় ৯ পুলিশ নিহত হয়।
হামলার জন্য রোহিঙ্গাদের দায়ী করে এরপর থেকেই তাদের ঘরবাড়িতে আগুন দেয়াসহ নারীদের ধর্ষণ করছে।
আন্তর্জাতিক চাপে পরবর্তীতে একটি কমিশন গঠন করে মিয়ানমার সরকার।
আরআর