সোমবার, ২১ এপ্রিল ২০২৫ ।। ৮ বৈশাখ ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
মসজিদে নববীর ইমামকে মালদ্বীপে লালগালিচা অভ্যর্থনা মহানবীর আদর্শ অনুসরণ করলে আমাদের জীবন আলোকিত হবে : ধর্ম উপদেষ্টা বর্তমানে ‘উলূমুল হাদিস’-এর প্রয়োজনীয়তা বাংলাদেশের মতো সম্প্রীতি আশপাশের দেশে খুঁজে পাবেন না: ধর্ম উপদেষ্টা ‘গাজাবাসীর পাশে দাঁড়ানো উম্মাহর আবশ্যিক দায়িত্ব’ নারী কমিশনের প্রস্তাবে পতিত স্বৈরতন্ত্রের সুযোগ: গাজী আতাউর বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল ভবনের স্বীকৃতি পেল মসজিদুল হারাম ‘সংস্কার কমিশনের সুপারিশ নারী সমাজের জন্য চরম অবমাননাকর’ নারী বিষয়ক সংস্কার কমিশন দেশকে অস্থিতিশীল করতে চায়: খেলাফত মজলিস সরাসরি ঢাকা-রিয়াদ ফ্লাইট চালু করল ইউএস-বাংলা

ওমরা ভিসায় সৌদি থেকে গেলে কঠোর শাস্তির আইন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

Haj-Top20160803120119দিদার শফিক: ওমরা পালনের উদ্দেশ্যে মক্কা-মদিনায় গমনকারীরা ওমরা ভিসার মেয়াদ থাকা অবস্থায়ই নিজ দেশে ফিরে যেতে হবে।

সৌদি সরকার বহিরাগত ওমরা পালনকারীদের সতর্ক করে বলেন, ওমরা পালনকারীরা ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর সৌদি আরবে রয়ে গেলে তাকে ৫০ হাজার থেকে ১ লাখ রিয়াল অর্থদণ্ডে দণ্ডিত করা হবে। এরসঙ্গে এক বছর কারাদণ্ডও হতে পারে।

আরব সংবাদ মাধ্যম আল আরাবিয়্যাহ ডটনেট একথা জানায়।

সৌদি সরকার বলেন, ভিসা সেবাপ্রদানকারী কোম্পানি এবং ওমরা ও হজ সফর পরিচালনাকারী দায়িত্বশীলগণ দেরি করা ওমরা পালনকারীদের ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনতিবিলম্বে অবগত করবে। অবগত না করালে এদেরও ১ লাখ রিয়াল অর্থদণ্ডে দণ্ডিত করা হবে।

সৌদি কর্তৃপক্ষ ওমরা সেবা প্রদানকারী কোম্পানিগুলোকে সর্তক করে বলেন, ওমরা ভিসার কানুনের খেলাফ জড়িত ব্যবসায়িক সংস্থাগুলো এবং সৌদি আরবে ওমরা পালনকারীদের সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধেও আইনানুগ কঠিন সিদ্ধান্ত নেওয়া হবে। যারা বহিরাগত ওমরা পালনকারীদের আইনবিরুদ্ধ সহায়তা করে এবং নিজ দেশে ফিরে যেতে বিলম্বকারী ওমরা পালনকারীদের যারা হেফাজত করে তাদেরও ১ লাখ টাকা জরিমানা করা হবে। কোম্পানির ডিরেক্টরের এক বছরের জেল ও এদেশ থেকে পাঠিয়ে দেওয়ার শাস্তিও প্রদান করতে পারে।

সূত্র: কুদরত ডটকম


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ