সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
চিকিৎসকরা বছরে দুইবারের বেশি বিদেশ যেতে পারবেন না ঢাকা থেকে ভাঙ্গা হয়ে খুলনায় গেলো পরীক্ষামূলক ট্রেন নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা: প্রেস উইং ধর্মীয় মূল্যবোধ ও সাম্যের ভিত্তিতে সংবিধান রচনার আহ্বান নেপালে ফের কুরআন প্রতিযোগিতার আয়োজন করছে সৌদি আগামীকাল সংবিধান সংস্কার কমিশনে প্রস্তাবনা পেশ করবে ইসলামী আন্দোলন ‘আল্লামা আতহার আলী রহ. জীবন, কর্ম, অবদান’ বইয়ের মোড়ক উন্মোচন আগামীকাল হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কী রহ. : কে এই মহান ব্যক্তি হাজিদের স্বার্থ রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ : ধর্ম উপদেষ্টা মহানবীকে সা. নিয়ে কটূক্তি করলে সংবিধানে শাস্তির বিধান রাখার প্রস্তাব পার্থের

বাংলাদেশে আসছেন আরশাদ মাদানী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

arshad_madani2মোস্তফা ওয়াদুদ: দারুল উলুম দেওবন্দের সদরুল মুদাররিস, জমিয়তের উলামায়ে হিন্দের সভাপতি আল্লামা সাইয়েদ আরশাদ মাদানী বাংলাদেশে আসছেন। আগামী ১৭ ডিসেম্বর ৮ দিনের সফরে তিনি ঢাকায় আসবেন বলে জানা গেছে। এই দিনগুলোতে তিনি দেশের বিভিন্ন জায়গায় ইসলাম প্রচারে কাজ করবেন।

আল্লামা সাইয়েদ আরশাদ মাদানী সফরসূচির মধ্যে রয়েছে-

১৭ ডিসেম্বর (শনিবার)
বিকাল ৪টায় ঢাকা হযরত শাহ জালাল বিমানবন্দরে নেমে ঢাকা মাদানীনগর মাদরাসায় বার্ষিক ইসলাহী জোড়ে প্রধান অতিথি হিসেবে বয়ান পেশ করবেন। বিমানবন্দর থেকে মাদানীনগর মাদরাসারর পথে বেফাক অফিসে যাত্রা বিরতি এবং মরহুম মহাসচিব মাওলানা আব্দুল জাব্বার জাহানাবাদীর স্মরণ সভায় অংশগ্রহণ করবেন।

১৮ ডিসেম্বর (রবিবার)
বরিশালের উদ্দেশে রওয়ানা দিবেন। বেলা ১১টায় মাহমুদিয়া মাদরাসা, রাজ্জাকীয়া মাদরাসা, হোসাইনিয়া মাদরাসার আলোচনা পেশ করবেন। বাদ আসর খাজা মঈনউদ্দীন চিশতি মাদরাসায় মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন, বাদ মাগরিব বাইয়াত ও ইসলামি মহাসম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান। রাত ৯ টায় সুন্দরবন ১০ লঞ্চে ঢাকায় ফিরবেন।

১৯ ডিসেম্বর (সোমবার)
কাপ্তানবাজার সোহরওয়ার্দীয়া মসজিদে ফজরের নামাজ, বাইয়াত গ্রহণ ও বয়ান। সকাল ১১ টায় মতিঝিল পীরজঙ্গী মাদরাসায় দোয়ার মাহফিল। বিকেলে ভৈরব বাজার মাদরাসায় ইসলামি সম্মেলনে প্রধান অতিথির বয়ান ও বাইয়াত গ্রহণ। রাতে ঢাকায় ফিরে জামেয়া হুসাইনিয়া দারুস সালামে অবস্থান।

২০ডিসেম্বর (মঙ্গলবার)
আকাশ পথে উত্তরবঙ্গের সৈয়দপুরে যাবেন। সোনারাও, ডোমার, জলঢাকা, ডালিয়া, রংপুর জুম্মাপাড়া মাদরাসা, হযরত কেরামত আলী জৈনপুরী রহ. দরগাহ হয়ে রাতে সৈয়দপুর রেল ষ্টেশন মাদরাসায় রাত্রি যাপন।

২১ ডিসেম্বর (বুধবার)
সকালের ফ্লাইটে সৈয়দপুর হতে ঢাকায় বসুন্ধরা মাদরাসায় যাবেন। সেখান থেকে দুপুরে আকাশপথে যশোরের উদ্দেশে রওয়ানা দেবেন। যশোর রেল ষ্টেশন মাদরাসায় বয়ান করবেন। রাতে মনিরামপুর মাদানীনগর মাদরাসায় মুফতী মুহাম্মদ ওয়াক্কাস এর সভাপতিত্বে ইসলামী মহাসম্মেলনে প্রধান অতিথির বক্তব্য প্রদান ও বাইয়াত গ্রহণ এবং রাত্রী যাপন।

২২ ডিসেম্বর (বুধবার)
সকালের ফ্ল্যাইটে যশোর থেকে ঢাকা বিমানবন্দরে হয়ে হেলিকাপ্টারযোগে সিলেট যাবেন। এদিন সিলেটের ফেঞ্জুগঞ্জ, ছাতক, কাতিয়া মাদরাসায় প্রোগ্রাম করবেন।

২৩ ডিসেম্বর (বৃহস্পতিবার)
সিলেট শহর, কোম্পানীগঞ্জসহ বিভিন্ন প্রোগ্রামে অংশগ্রহণ করে রাতের ট্রেনে ঢাকায় ফিরবেন।

২৪ ডিসেম্বর (শুক্রবার)
ঢাকা থেকে হেলিকাপ্টারযোগে নেত্রকোণা, মোহনগঞ্জ, ঈশ্বরগঞ্জ হয়ে ময়মনসিংহ শহরে খানকাহে হোসাইনিয়া মাদানীয়ার বার্ষিক মাহফিলে প্রধান অতিথির বয়ান ও বাইয়াত। রাতে ঢাকা প্রত্যাবর্তন।

২৫ ডিসেম্বর (শনিবার)

সকালের ফ্ল্যাইটে দিল্লির উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন।

আরআর

 


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ