আমিন আশরাফ: মিসরের একজন প্রত্নতাত্তিক হজরত মুসা আলাইহিস সালামের সঙ্গে মহান আল্লাহ তায়ালার কথা বলার স্থান আবিস্কার করার দাবি করেছেন।
আরব মিডিয়া জানায়, একজন প্রত্নতত্তবিদ ওই স্থান খুঁজে পাওয়ার দাবি করেছেন যেখানে মহান আল্লাহ তায়ালা সর্বপ্রথম হজরত মুসা আ.-কে সম্মোধন করেছিলেন।
মিসরের প্রত্নতাত্তিক এই গবেষকের নাম ড. আবদুর রহিম রায়হান।
তিনি বলেন, মিসরের সাইনা পাহাড়ে অবস্থিত সেন্ট ক্যাথরিন মঠই সে স্থান যেখানে আল্লাহ তায়ালা হজরত মুসা আ. কে সর্বপ্রথম সম্মোধন করেছিলেন।
ড. রায়হান বলেন, ব্যাপক অনুসন্ধান এবং অনেক গবেষণার পর এটা প্রমাণিত হয়েছে এ সেই স্থান যেখানে আল্লাহ তায়ালা হজরত মুসা আলাইহিস সালামকে তাঁর নুরের তাজাল্লি দেখিয়েছিলেন। ফলে তৎক্ষণাত হজরত জ্ঞান হারিয়েছিলেন।
সূত্র: জিও নিউজ উর্দু